গুজরাটের বন্ধনী লেহেঙ্গায় ভাইয়ের বিয়েতে কঙ্গনা রানাওয়াত। নিজের সোশ্যাল সাইটে ছবি পোস্ট করে লিখেছেন, 'গুজরাটের বন্ধনী লেহেঙ্গা, লুপ্তপ্রায় শিল্প। এই শিল্পীদের পাশে থাকতে পেরে আমি ভাগ্যবতী।' (ছবি: কঙ্গনা রানাওয়াত/ইনস্টাগ্রাম)
নীল আর গোলাপি রঙের কঙ্গনার লেহঙ্গাটি তৈরি করছেন ডিজাইনার অনুরাধা ভাকিল (Anuradha Vakil)। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের (Sabyasachi Mukherjee) তৈরি করা গয়নায় নিজেকে সাজিয়েছিলেন অভিনেত্রী। (ছবি: কঙ্গনা রানাওয়াত/ইনস্টাগ্রাম)
লেহেঙ্গা পরা ভিডিও আপলোড করার পরই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হয়েছে বলি 'কুইন'কে। (ছবি: কঙ্গনা রানাওয়াত/ইনস্টাগ্রাম)
কেউ ১৪ মাস ধরে লেহঙ্গা তৈরির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার কেউ লিখেছেন, এই লেহঙ্গার মাধ্যমে সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) বিচার পাবেই। (ছবি: কঙ্গনা রানাওয়াত/ইনস্টাগ্রাম)
এমন মন্তব্যের জেরে কঙ্গনা এও লেখেন যে, 'শোনা যাচ্ছে সরকার টুইটার নিষিদ্ধ করতে চলেছে। এটা করা হোক। আমাদের হিন্দুফোবিক, রাষ্ট্রবিরোধী প্ল্যাটফর্মের প্রয়োজন নেই'। (ছবি: কঙ্গনা রানাওয়াত/ইনস্টাগ্রাম)