কটা চোখ, কাজল নয়না, অত্যন্ত এক সুন্দরী কদলীবালাকে মনে পড়ে। অশরীরী কিন্তু! কথা বলার ধরন, শাড়ি পরা, আবেদন... এমন ছলা কলা জানা কদলীবালা প্রায় অমর। তবে এর পুরো ক্রেডিটই স্বস্তিকা মুখোপাধ্যায় এবং 'ভূতের ভবিষ্যৎ' ছবির পরিচালক অনীক দত্তর। (ছবি: ফেসবুক)
নিজের 'গয়নার বাক্স' বাঁচাতে মরিয়া পিসিমণি রাসমণিকে বাংলার দর্শকের সঙ্গে পরিচয় করান অপর্ণা সেন। বয়স হলে কি হবে। চরম ডানপিটে, দুষ্টুমিষ্টি এই ভূত পিসিমণির চরিত্রে মৌসুমি চট্টোপাধ্যায় কিন্তু বেশ নজর কেড়েছিলেন। (ছবি: এসভিএফ)
ঠাকুর মহেন্দ্র প্রতাপের মেয়ে জাসমিন....। স্বচ্ছ রাত্রি বেশে জাসমিনের আবেদন কত পুরুষকেই না বিচলিত করেছে তার ইয়ত্তা নেই। ১৯৮৮-তে 'বিরানা'-র পর তাঁকে আর দেখাই যায়নি। (ছবি: টুইটার)
ভাট ক্যাম্পে নাম লিখিয়েছিলেন বিপাশা বসু। তাঁর ফিল্মোগ্রাফিতে ভূত আর ভূত। ভাটেদের ভূতের ছবি মানেই বিপস। প্রতিটি ছবিতেই সেক্সি শিহরণ জাগিয়েছেন দর্শকের মনে। (ছবি: টুইটার)
পরিচালক কন্নন আইয়ার তৈরি করেছিলেন 'এক থি ডায়ান'। ভূত ছিল না ছবিতে। ছিল ডাইনি। সুন্দরী ডাইনির চরিত্রে কঙ্কনা সেন শর্মা। (ছবি: ফেসবুক)
'রাগিনী এম এম এস টু' -তে সানি লিওনের আবেদন থেকে স্নান দৃশ্য সবটাই হিট। আসলে কিন্তু ভূত। (ছবি: টুইটার)