দেখতে দেখতে ৪৫টি বসন্ত পার করে ফেললেন অভিনেতা অভিষেক বচ্চন। রুপোলি জগতে বাবার উচ্চতায় পৌঁছাতে না পারলেও তাঁর অভিনয় নিয়ে প্রশ্ন করা চলে না। আজ জুনিয়র বচ্চনের জন্মদিনে জেনে নেওয়া যাক কিছু অজানা তথ্য।
বার্থ সার্টিফিকেটে অভিষেক বচ্চনের নাম দেওয়া হয়েছিল বাবা বচ্চন। অভিষেক বচ্চনের প্রথম সিনেমা ‘রিফিউ জি’-কে বাণিজ্যিক ভাবে অসফল সিনেমা হিসেবে গণ্য করা যায়, কিন্তু দেখা গিয়েছিল ২০০০ সালের পঞ্চম হায়েস্ট গ্রসিং ফিল্ম। প্রিয়াঙ্কা চোপড়ার ডাক নাম যে পিগি চপস, তা কমবেশি সকলেই জানেন। এই নামটি কিন্তু অভিষেক বচ্চনেরই দেওয়া।
‘ব্লাফমাস্টার’-এর একটি গানে প্লেব্যাক করেছিলেন অভিষেক বচ্চন। ছোটবেলায় ডাইলেক্সিয়ায় আক্রান্ত ছিলেন। জুনিয়রের জন্মদিনে একবার ছেলেকে টাট্টু ঘোড়া উপহার দিয়েছিলেন সিনিয়র বচ্চন।
‘খাইকে পান বানা রসওয়ালা’ গানের সঙ্গে ডন সিনেমায় অমিতাভের নাচ আই কনিক হয়ে রয়ে গিয়েছে। এই নাচটি মূলত বিগ বি শিখিছিলেন ছেলের থেকে। ছোট্ট অভিষেক বাড়িতে এইভাবেই খেলতে খেলতে নাচ করত। বোর্ডিং পাস জমানোর অভ্যাস রয়েছে জুনিয়র বচ্চনের।
বলিউডে পা দেওয়ার আগে এলআইসি এজেন্ট হিসেবে কাজ করেছিলেন অভিষেক। মার্কিনি র্যাপার নেলির সঙ্গে র্যাপে অংশ নিয়েছেন অভিষেক বচ্চন। আফ্রিকার মানুষদের কষ্ঠসাধ্য জীবন যাপনের কথা মাথায় রেখে গানটি আফ্রিকাবাসীকে উৎসর্গ করা হয়।
‘গুরু’ সিনেমায় ব্যবহৃত আংটি দিয়েই ঐশ্বর্য রাইকে প্রপোজ করেন তিনি। মেয়ে আরাধ্যার সঙ্গে একসাথে কান ফুটিয়েছিলেন অভিষেক। এর পেছনে কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন মেয়ের যন্ত্রণা তিনিও অনুভব করতে চান।
জন্মদিনেও বদলায়নি অভিনেতা ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর চিরাচরিত রুটিন। আপাতত তিনি ‘বব বিশ্বাস’-এর শ্যুটিংয়ে কলকাতায়। ফলে বিশেষ দিনে কাছে নেই মেয়ে আরাধ্যা। কচি গলার ‘হ্যাপি বার্থ ডে’ গান মিস করছেন অভিনেতা। মেয়ে আসার পর থেকেই তাকে ঘিরে আবর্তিত অভিষেকের জীবন।
অভিষেকের বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাবা অমিতাভ বচ্চন। ইনস্টাগ্রামে দু’টি ছবির একটি কোলাজ পোস্ট করেছেন ‘বিগ-বি’। একটিতে দেখা যাচ্ছে, শিশু অভিষেককে হাত ধরে নিয়ে যাচ্ছেন তিনি। অন্যটিতে দেখা যাচ্ছে যুবক অভিষেক ঠিক একই ভাবে হাত ধরে নিয়ে যাচ্ছেন বাবাকে। লিখেছেন, ‘একটা সময় আমি ওকে হাত ধরে পথ দেখিয়েছিলাম, ও এখন আমাকে হাত ধরে পথ দেখায়’।