scorecardresearch
 
বলিউড

PHOTOS: রাম সেতু ছবির শুটিং, অযোধ্যা রাম মন্দিরে অক্ষয় কুমার

অক্ষয়
  • 1/8

আগামী ছবি রামসেতু-র শুটিংয়ের জন্য অযোধ্যা রাম মন্দির ঘুরে দেখলেন অভিনেতা অক্ষয় কুমার।

অক্ষয়
  • 2/8

অভিষেক শর্মা পরিচালিত এই ছবির মহরত অনুষ্ঠিত হল রাম মন্দিরে।

অক্ষয়
  • 3/8

অক্ষয় সে ছবি শেয়ার করেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

 

অক্ষয়
  • 4/8

অক্ষয় ছাড়াও ছবিতে রয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ এবং নুসরত ভারুচা।

অক্ষয়
  • 5/8

জানা যাচ্ছে ছবির কিছু অংশের শুটিং হবে অযোধ্যাতেই। ছবির ৮০ শতাংশ শুটিংয়ের জন্য মুম্বইয়ে তৈরি হচ্ছে সেট।

অক্ষয়
  • 6/8

১৮ মার্চ চার্টার্ড বিমানে করে ছবির ক্রু পৌঁছায় অযোধ্যায়।

অক্ষয়
  • 7/8

রামসেতু ছবির পোস্টারে অক্ষয় কুমার।

অক্ষয়
  • 8/8

উত্তপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও দেখা করেন অক্ষয়।