Advertisement
মনোরঞ্জন

Aishwarya Rai Bachchan: ঐশ্বর্য ফের প্রেগনেন্ট? নতুন ছবিতে বাড়ছে জল্পনা

  • 1/8

বলিউড অভিনেত্রী এবং প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন কি আবার মা হতে চলেছেন? এই প্রশ্ন এখন ইন্টারনেট জুড়ে ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি সোশাল মিডিয়ায় শেয়ার হওযা একটি ছবিই নতুন করে এই জল্পনা উস্কে দিয়েছে।

  • 2/8

স্বামী অভিষেক বচ্চন এবং মেয়ে আরাধ্যাকে নিয়ে দক্ষিণী সুপারস্টার এস শরৎকুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঐশ্বর্য। পুদুচেরিতে পরিবার নিয়ে একান্তে সময়ও কাটিয়েছেন তাঁরা। সেখানেই শরৎকুমারের মেয়ে বরলক্ষ্মী সকলের সঙ্গে ছবি তুলে সোশাল মিডিয়ায় শেয়ার করেন। যা নিয়ে হইচই পড়ে গিয়েছে।

  • 3/8

ছবি দেখে বহু ফ্যান রিয়্যাক্ট করেছেন। সকলেই বলছেন, ঐশ্বর্য দ্বিতীয় বার মা হতে চলেছেন।

Advertisement
  • 4/8

ফিগার নিয়ে বরাবরই ভীষণ সচেতন ঐশ্বর্য। সেখানে ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি বেশ খানিকটা ওজন বাড়িয়েছেন। কালো গাউন এবং কালো বডি হাগিং ট্রাউজার পরে ছিলেন ঐশ্বর্য।

  • 5/8

কালো পোশাক পরা সত্ত্বেও তাঁর বেবি বাম্পের সন্দেহ তৈরি করা পেটের গড়ন কিছুতেই ঢাকতে পারেননি।

  • 6/8

সব ছবিতেই হাত দিয়ে পেট আড়াল করার চেষ্টা করতে দেখা গিয়েছে ঐশ্বর্যকে। যা সন্দেহ আরও বেশি করে বাড়িয়ে দিয়েছে।

  • 7/8

২০০৭ সালের ১০ এপ্রিল বিয়ে করেন অভিষেক এবং ঐশ্বর্য। ২০১১ সালের ১৬ নভেম্বর মেয়ে আরাধ্যাকে জন্ম দেন ঐশ্বর্য। মণি রত্নমের পরবর্তী ছবি Ponniyin Selvan-এ দেখা যাবে ঐশ্বর্যকে।

Advertisement
  • 8/8

এর আগে তাঁকে ফন্নে খান ছবিতে শেষবার দেখা গিয়েছিল। তাঁৎ সঙ্গে ছবিতে ছিলেন অনিল কাপুর এবং রাজকুমার রাও। বক্স অফিসে কোনও প্রভাব ফেলতে পারেনি ছবিটি।

Advertisement