scorecardresearch
 
Advertisement
বলিউড

Nora Fatehi: নোরার বক্ষ বিভাজিকায় মজে ইন্টারনেট, ভাইরাল ছবি

নোরা
  • 1/10

নোরা ফাতেহি নিজের ডান্সিংয়ের জাদুতে নোহিত করেছেন গোটা দেশ। তাঁর কোটি কোটি ফ্যান ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে। নাচের সঙ্গে বলিউডে অভিনয়ও করছেন নিয়মিত।

নোরা
  • 2/10

এ সবের সঙ্গে তাঁর ফ্যাশন স্টেটমেন্টও ফ্যানদের ভীষণ পছন্দ। নোরার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল তাঁর বোল্ড এবং গ্ল্যামারাস ছবিতে ছয়লাপ। নিয়মিত সোশাল মিডিয়ায় শেয়ার করেন নোরা। ভাইরালও হয় দেদার।

নোরা
  • 3/10

সম্প্রতি ইনস্টাগ্রামে লাল রঙের একটি স্যানিল গাউন পরে ছবি আপলোড করেছেন নোরা। একটি ফটোশুটে পোশাকটি পরেছিলেন তিনি। যথারীতি যা নিয়ে চর্চা চলছে ইন্টারনেটে।

Advertisement
নোরা
  • 4/10

অফ শোল্ডার গাউনে উন্মুক্ত করেছেন বক্ষ বিভাজিকা। যাতে মজেছেন নেটিজেনরা।

নোরা
  • 5/10

বডি হাগিং পোশাকে মোহময়ী সুন্দরী লাগছে নোরাকে। নাচের সঙ্গে ফিটনেস নিয়েও ভীষণ সাবধানী নোরা। পোশাকের মতো নিজেকেও ফ্যাশনেবল রাখতে পছন্দ করেন তিনি।

নোরা
  • 6/10

পোশাকের বেলুন স্লিভ আরও বেশি করে তাকে আকর্ষণীয় করে তুলেছে।

নোরা
  • 7/10

সোনার তিননড়ি হার এবং স্টিলেটোতে লাল ওয়াইন রঙা গাউনে অনন্য অবতারে ধরা দিয়েছেন নোরা ফাতেহি।

Advertisement
নোরা
  • 8/10

গাউনের সঙ্গে ন্যুড মেকআপ এবং খোলা চুলে নোরার রূপ দেখে নেটিজেনরা তাঁকে ভালোবাসায় ভরিয়েছেন। প্রচুর লাইক এবং কমেন্ট এসেছে পোস্টে।

নোরা
  • 9/10

গাউনটি তৈরি করেছে ব্রিটিশ ফ্যাশন সংস্থা এপ্রিল অ্যান্ড অ্যালেক্স। এর দাম ৫০০ পাউন্ড। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৫১ হাজার টাকা।

নোরা
  • 10/10

ছবি সৌজন্য নোরা ফাতেহির অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল

Advertisement