Advertisement
মনোরঞ্জন

PHOTOS: শেষ হল 'অতরঙ্গি রে'-র শ্যুটিং, ছবি শেয়ার করে আবেগপ্রবণ সারা

  • 1/9

শেষ হল আনন্দ এল রাই পরিচালিত বলিউড ছবি 'অতরঙ্গি রে'-র শ্যুট। 

  • 2/9

২০১৮ সালে 'জিরো' ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর, আনন্দ এল রাই-এর বলিউডে দু'বছর পর কাম ব্যাক এই ছবি দিয়ে। 

  • 3/9

মুখ্য চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার, সারা আলি খান ও ধনুশ। 

Advertisement
  • 4/9

 টানা এক বছরের শ্যুটিং চলার পর বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেছেন সারা আলি খান।  
 

  • 5/9

আবেগ প্রবণ হয়ে সারা লিখেছেন, " ছবির শ্যুটিং শেষ হল, এক বছর পর। আনন্দ এল রাই স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমায় এই ছবিতে সুযোগটি দেওয়ার জন্য। আপনার শর্তহীন ভালবাসা, অটল সমর্থন, সেরা ভারত দর্শন, সুস্বাদু খাবার, সূর্যোদয়ের সময়ের শ্যুট, সুফি আদা জলের সন্ধ্যা এবং টিমের সঙ্গে সবচেয়ে স্মরণীয় বছরটির জন্য অনেক ধন্যবাদ।"

 

  • 6/9

'অতরঙ্গি রে' - ছবিটি একটি মিশ্র সংস্কৃতির প্রেমের গল্প। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। 

  • 7/9

২০২০-র জানুয়ারি মাসে ছবির ঘোষণা হওয়ার পর মার্চের প্রথম দিকে শুরু হয়েছিল শ্যুটিং। এরপর লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় বাকি কাজ। ডিসেম্বরের শুরুতে‌ ফের শুরু হয় শ্যুটিং। অক্ষয় ও সারা সিনগুলির শ্যুট হয়েছে সেই সময়েই।
 

Advertisement
  • 8/9

শোনা যাচ্ছে বিহার, আগ্ৰা ও মধুরাইকে বেছে নেওয়া হয়েছে শ্যুটিং লোকেশন হিসাবে। বিহারের মেয়ে সারাকে দেখা যাবে ছবির দুই অভিনেতা

  • 9/9

২০২১ সালের ভ্যালেন্টাইন্স ডে- টে মুক্তি পাওয়ার কথা ছিল 'অতরঙ্গি রে'। তবে শ্যুটিং পিছিয়ে যাওয়ার ফলে আপাতত মুক্তির তারিখ পিছিয়ে গেছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই ঘোষণা হবে সেটি। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

Advertisement