scorecardresearch
 
মনোরঞ্জন

"জীবনের সবচেয়ে ভাল অভিজ্ঞতা হচ্ছে"! বেবি বাম্পের ছবি শেয়ার করে লিখলেন 'মম টু বি' শ্রেয়া

শ্রেয়া ঘোষাল
  • 1/7

মা হতে চলেছেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghosal)। মার্চের শুরুতেই সোশ্যাল পেজে নিজেই এই সুখবর শেয়ার করেছিলেন গায়িকা। 
 

শ্রেয়া ঘোষাল
  • 2/7

 দোলের দিন সকালে বেবি বাম্প লুকে আরও কিছু ছবি শেয়ার করেছেন শ্রেয়া।

শ্রেয়া ঘোষাল
  • 3/7

সেই সঙ্গে ছবি ক্যাপশনে তিনি লিখেছেন, "আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। এটি যেন  ঈশ্বরের এক মিরাকেল।"

শ্রেয়া ঘোষাল
  • 4/7

সকলকে খুশির খবর দিয়ে তিনি লিখেছিলেন, "বেবি বাম্পের একটি ছবি পোস্ট করে শ্রেয়া লিখেছেন, "ছোট্ট শ্রেয়াদিত্য আসতে চলেছে! আমি ও শিলাদিত্য সকলের সঙ্গে এই সুখবরটি ভাগ করতে পেরে আনন্দিত। আমাদের জীবনের এই নতুন অধ্যায় শুরু করার আগে আপনাদের সকলের শুভেচ্ছা চাই...।"  

শ্রেয়া ঘোষাল
  • 5/7

শ্রেয়া ও তাঁর স্বামী শিলাদিত্যর নাম মিলিয়ে তাঁদের হবু সন্তানকে হ্যাশট্যাগ দিয়ে 'শ্রেয়াদিত্য' বলে সম্বোধন করেছিলেন গায়িকা।  তা দেখে অনেকেই ভাবছিলেন তাহলে কি এটাই তাঁদের হবু সন্তানের নাম?
 

শ্রেয়া ঘোষাল
  • 6/7

২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রেয়া। শিলাদিত্য, পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী।বিয়ের আগে প্রায় ১০ বছরের সম্পর্ক ছিল তাঁদের। তবে বিশেষ লোকজন জানতেন না এই কথা। একেবারে কোনও তামঝাম ছাড়া বাঙালি মতেই তাঁদের বিয়ে হয়েছিল। হাজির ছিলেন নিকট পরিবার-পরিজনেরা।
 

শ্রেয়া ঘোষাল
  • 7/7

কিছুদিন আগেই মায়ের জন্মদিন উদযাপন করেছেন গায়িকা। সেই ছবিতেও পরিষ্কার বোঝা যাছে তাঁর বেবি বাম্প। নতুন এই ছবিগুলি দেখা মাত্রই তাঁর অসংখ্য গুণমুগ্ধরা তাঁকে ভরিয়ে দিচ্ছেন ভার্চুয়াল ভালবাসায়।

(ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)