Advertisement
মনোরঞ্জন

Ranbir -Alia Baby: এই দিনেই কোলে সন্তান আসবে রণবীর- আলিয়ার! প্রস্তুতি শুরু কাপুর- ভাট পরিবারে

  • 1/9

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। খুব শীঘ্রই আলিয়া- রণবীর কাপুরের কোল আলো করে আসবে তাঁদের সন্তান। কাপুর ও ভাট পরিবারে এই মুহূর্তে খুশির আবহাওয়া।

  • 2/9

এবার সামনে এলো আলিয়ার ডেলিভারি সমস্ত তথ্য। দম্পতির ঘনিষ্ঠ সূত্র মারফত জানা যাচ্ছে, মহেশ কন্যার সন্তান পৃথিবীতে আসবে ২০ নভেম্বর নাগাদ। আলিয়া সম্ভবত এইচএন রিলায়েন্স হাসপাতালে তাঁর প্রথম সন্তানের জন্ম দেবেন।
 

  • 3/9

 কাপুর ও ভাট দুই পরিবারই অপেক্ষায় আসছে জীবনের এত বড় দিনের। এমনকি 'ড্যাড টু বি' রণবীর কাপুরও ইতিমধ্যে জুনিয়র কাপুর আসার সমস্ত প্রস্তুতি শুরু করে দিয়েছেন। রণবীর-আলিয়া দু'জনে অত্যন্ত যত্ন করে সাজিয়েছেন তাঁদের সন্তানের ঘর সাজিয়েছেন। 
 

Advertisement
  • 4/9

গত ৫ অক্টোবর, বাড়িতেই আয়োজন করা হয়েছিল মহেশ কন্যার বেবি শাওয়ার অর্থাৎ সাধভক্ষণ অনুষ্ঠানের। একেবারে কাছের আত্মীয়- পরিজনেররা আমন্ত্রিত ছিলেন এই বিশেষ অনুষ্ঠানে। শোনা যাচ্ছে মেয়ের সাধের এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সোনি রাজদান ও নীতু কাপুর।   

  • 5/9

কিছুটা রাখঢাক করেই অনুষ্ঠান সম্পন্ন করতে চেয়েছিলেন দুই পরিবার। বিশেষ অনুষ্ঠান সম্পন্ন হয়ে যাওয়ার পর, নিজের সোশ্যাল পেজে এদিনের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন আলিয়া। যদিও তার আগেই বিভিন্ন ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। 

  • 6/9

 সময়টা খুব ভালই যাচ্ছে রণবীর -আলিয়ার। জুটির ছবি 'ব্রহ্মাস্ত্র' বক্স অফিসে যথেষ্ট সফল। পরিবারেও আসতে চলেছে ছোট্ট অতিথি। 

  • 7/9

বর্তমানে বেবি বাম্পের বিভিন্ন ছবি সোশ্যালে মিডিয়াতে শেয়ার করেন মম-টু-বি আলিয়া। অনুগামীরা সে ছবিতে তাঁকে ভরিয়ে দেন শুভেচ্ছা- ভালোবাসায়।   

Advertisement
  • 8/9

আলিয়াকে দেখে বোঝা যায় গর্ভাবস্থা খুবই উপভোগ করছেন তিনি। তাঁর চোখ- মুখে ফুটে ওঠে মাতৃত্বের উজ্জ্বলতা। বিভিন্ন স্থানে পাপারাৎজিদের আবদারে রেখেও হাসি মুখে পোজ দেন নায়িকা। 

  • 9/9

 গত ১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। জুটির বান্দ্রার অ্যাপার্টমেন্ট 'বাস্তু'-তেই বসে তাঁদের বিয়ের আসর। 

Advertisement