scorecardresearch
 
বলিউড

PHOTOS: প্রেম বেশি, তাই এবার মালাইকা-অর্জুন প্রতিবেশী

দামি
  • 1/8

অর্জুন-মালাইকা বলিউডের অন্যতম চর্চিত কাপল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সম্প্রতি একের পর এক দামী জিনিস কিনছেন অর্জুন কাপুর। প্রথমে কিনলেন দামি গাড়ি। তার পর কিনলেন দামি ফ্ল্যাট।

দামি
  • 2/8

সংবাদমাধ্যমের রিপোর্ট, বান্দ্রায় তাঁর গার্লফ্রেন্ড মালাইকা অরোরার বাড়ির কাছেই সমুদ্রের ধারে একটি ফ্ল্যাট কিনেছেন অর্জুন।

দামি
  • 3/8

রিপোর্ট অনুযায়ী ফ্ল্যাটটি ২৬ তলায়। যার দাম শুনলে শুনলে চমকে যাবেন। ফ্ল্যআটটির দাম আনুমানিক ২৩ কোটি টাকা।

দামি
  • 4/8

চার বেডরুম ওয়ালা ফ্ল্যাট এখন সাজাতে ব্যস্ত অর্জুন। শুধু মালাইকা নয়, শাহরুখ খান, সলমন খান, রণবীর কাপুর, করিনা কাপুর-সহ বলিউডের বড় স্টারদের বাড়ি এ অঞ্চলেই।

দামি
  • 5/8

গত কয়েক দিন আগে ল্যান্ড রোভার ডিফেন্ডার কিনেছেন অর্জুন। এই গাড়ির দাম ১ কোটি টাকা।

দামি
  • 6/8

এখন ফ্ল্যাটে কবে শিফ্ট করবেন অর্জুন তা সময় বলবে। তবে দুজনে যে খুব কাছাকাছি থাকবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।

দামি
  • 7/8

কয়েক সপ্তাহ আগে অর্জুন কাপুর এবং পরিনীতি চোপড়ার ছবি সন্দীপ অউর পিঙ্কি ফরার মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। ছবি বিশেষ ভালো করতে পারেনি।

দামি
  • 8/8

অভিনেত্রী রকুলপ্রীত-এর সঙ্গে সম্প্রতি অর্জুনের আরও একটি ছবি মুক্তি পেয়েছে। নীনা গুপ্তা এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।