scorecardresearch
 
টেলিভিশন

ওয়ান নাইট স্ট্যান্ড থেকে বিয়ে! জানুন কৃষ্ণা-কাশ্মীরার প্রেম কাহিনি

প্রেম
  • 1/8

স্ট্যান্ড আপ কমেডিয়ান কৃষ্ণা অভিষেক আজ ৩৮তম জন্মদিন পালন করছেন। তিনি সুপারস্টার গোবিন্দার ভাগ্নে সে কথা সকলেই জানেন। এ কারণেই কেরিয়ারের শুরুতে খানিকটা লাইমলাইট পেয়েছিলেন কৃষ্ণা।

প্রেম
  • 2/8

তবে এটাও ঠিক যে কৃষ্ণা নিজের প্রতিভার জোরে কেরিয়ারকে আগে নিয়ে যেতে পেরেছেন। কাজ ছাড়াও অভিনেত্রী কাশ্মীরা শাহ-র সঙ্গে সম্পর্ক নিয়েও শিরোনামে থেকেছেন এই কমেডিয়ান।

প্রেম
  • 3/8

বলিউডে সাধারণত ওয়ান নাইট স্ট্যান্ড নিয়ে কেউ মুখ খোলেন না। তবে কৃষ্ণা এবং কাশ্মীরা দুজনেই এ কথা জানান, তাঁদের প্রেম কাহিনি ওয়ান নাইট স্ট্যান্ডের পর থেকেই শুরু হয়েছিল।

প্রেম
  • 4/8

কৃষ্ণা এ বিষয়ে জানান, কাশ্মীরা সম্পর্কের বিষয়ে তাঁকে নানা ইঙ্গিত দিয়েছিলেন। সেখান থেকেই সম্পর্কের শুরু। কাশ্মীরা জানান, সেই রাতের পর থেকে কৃষ্ণা বেশ কেয়ারিং ব্যবহার শুরু করেন। শুটিংয়ের সেটে তাঁর জন্য খাবারও নিয়ে আসতেন কৃষ্ণা।

প্রেম
  • 5/8

পাপ্পু পাশ হো গ্যায়া ছবির সেটে প্রথমবার দেখা হয়েছিল কৃষ্ণা এবং কাশ্মীরা-র। তত দিনে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের মামলা চলছে কাশ্মীরার। কৃষ্ণা প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলেন কাশ্মীরাকে। যখন জানতে পেরেছিলেন কাশ্মীরা বিবাহিত, তখন নিরাশ হয়েছিলেন।

প্রেম
  • 6/8

পরে কৃষ্ণা যখন জানতে পারেন স্বামীর সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে কাশ্মীরার, তখন বেশ খুশিই হয়েছিলেন। কঠিন সময়ে কাশ্মীরাকে সম্পর্ণ সঙ্গ দিয়েছিলেন কৃষ্ণা।

প্রেম
  • 7/8

অনেকেই জানেন না, কৃষ্ণার চেয়ে ১২ বছরের বড় কাশ্মীরা। বিচচ্ছেদের পর দুজনে সম্পর্কের কথা অফিশিয়ালি জানান। নাচ বলিয়ের সেটে বিয়ের জন্য প্রোপোজ করেন কৃষ্ণা।

প্রেম
  • 8/8

সে সময় অভিনেত্রী তনুশ্রী দত্ত-র সঙ্গে কৃষ্ণার সম্পর্কের কানাঘুষো চলছিল। সে সমস্ত গুজবকে ওড়াতেই ন্যাশনাল টেলিভিশনে কাশ্মীরাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কৃষ্ণা। তার পর বাকিটা ইতিহাস।