scorecardresearch
 
 
বলিউড

Sushant Singh Rajput: সুশান্ত অভিনীত সেরা সিনেমাগুলি যেখানে দেখবেন

সুশান্ত
 • 1/11

এক বছর আগে আচমকাই চলে গিয়েছেন সুশান্ত। কিন্তু রেখে গিয়েছেন অসাধারণ কিছু অভিনয়ের স্বাক্ষর। সুশান্তের ৯ সেরা ছবির হদিশ দিচ্ছি আমরা। চাইলে যে কোনও সময় ওটিটি প্ল্যাটফর্মে দেখে নিতে পারেন।

কাই পো চে
 • 2/11

কাই পো চে - এই ছবির মধ্যে দিয়ে বড় পর্দায় পা রাখেন সুশান্ত সিং রাজপুত। ২০০১ সালে গুজরাটে ভূমিকম্প এবং ২০০২ সালে দাঙ্গার উপর ভিত্তি করে এই ছবি। পরিচালনায় ছিলেন অভিষেক কাপুর। ছবিটি রয়েছে নেটফ্লিক্সে।

ছিছোড়ে
 • 3/11

ছিছোড়ে - এই ছবি পরিচালক নীতীশ তিওয়ারিকে এনে দিয়েছিল জাতীয় পুরস্কার। হতাশা কাটিয়ে আবারও কী করে সাধারণ জীবনে ফিরে আসা যায় এই ছবি সেই গল্পই বলেছিল। সুশান্তের বিপরীতে ছিলেন শ্রদ্ধা কাপুর। দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।

দিল বেচারা
 • 4/11

দিল বেচারা - সুশান্তের শেষ ছবি। মুক্তির আগেই মারা যান সুশান্ত। এই ছবি দেখতে পারবেন ডিজনি প্লাস হটস্টারে।

সোনচিড়িয়া
 • 5/11

সোনচিড়িয়া - সমালোচকদের মতে সুশান্তের সবচেয়ে ভালো অভিনীত ছবি। সুশান্ত ছাড়াও ছবিতে ছিলেন মনোজ বাজপায়ী, ভূমি পেডনেকর, রণবীর শোরে, আশুতোষ রানার মতো অভিনেতারা। রয়েছে জি-ফাইভে।

কেদারনাথ
 • 6/11

কেদারনাথ - ২০১৩ সালের উত্তরাখণ্ড বন্যার উপর ভিত্তি করে তৈরি ছবি। ছবিতে সারা আলি খানের সঙ্গে জুটিতে দেখা যায় সুশান্তকে। রয়েছে জি-ফাইভে।

ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী
 • 7/11

ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী - দিবাকর বন্দ্যোপাধ্যায় ছবিটি পরিচালনা করেন। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবিটি দেখা যাবে আমাজন প্রাইমে।

রাবতা
 • 8/11

রাবতা - এই ছবিতেই প্রথম কৃতি শ্যাননের সঙ্গে জুটি বাঁধেন সুশান্ত। তাঁদের অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়েও যথেষ্ট চর্চা হয়েছিল বি-টাউনে। সিনেমাটি রয়েছে আমাজন প্রাইম ভিডিয়োতে।

এমএস ধোনি: দি আনটোল্ড স্টোরি
 • 9/11

এমএস ধোনি: দি আনটোল্ড স্টোরি - সুশান্তের কেরিয়ারের সবচেয়ে চর্চিত ছবি। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক। ধোনির চরিত্রে অভিনয় করেন সুশান্ত। দেখতে পারেন ডিজনি প্লাস হটস্টারে।

শুদ্ধ দেশি রোম্যান্স
 • 10/11

শুদ্ধ দেশি রোম্যান্স - সুশান্তের বিপরীতে ছিলেন পরিণীতি চোপড়া এবং বাণী কাপুর। ত্রিকোণ প্রেমের গল্প। এই ছবি দেখা যাবে আমাজন প্রাইমে।

পিকে
 • 11/11

পিকে - মুখ্য ভূমিকায় না হলেও পিকে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত। ছবিটি দেখা যাবে নেটফ্লিক্সে।