
শুরু হয়েছিল ২০১২ সালের ১১ জুন। তার পর থেকে একটানা চলছে। ক্রমে বেড়েছে জনপ্রিয়তা।

সোমলতা আচার্য চৌধুরী ছিলেন গুড মর্নিং আকাশের প্রথম গেস্ট সঙ্গীত শিল্পী।

প্রথমে সকাল ৭টা থেকে ৮.৩০ পর্যন্ত সম্প্রচারিত হত এই জনপ্রিয় শো-টি।

দর্শদের দাবি মেনে ক্রমে এই শো-এর স্লট বেড়ে দাঁড়ায় ২ ঘণ্টা ৩০ মিনিটে।

এখনও প্রতি দিন সকালে আড়াই ঘণ্টার এই সুর সফরে বাংলার দর্শকরা মেতে ওঠেন।

রবিবার শো-এর দৈর্ঘ্য সাড়ে তিন ঘণ্টার। শেষ ১ ঘণ্টা বরাদ্দ থাকে নতুন সঙ্গীতশিল্পীদের অডিশনের জন্য।

সম্প্রতি ৩০০০ এপিসোড পেরিয়ে গিয়েছে এই শো-এর। লক ডাউনের জন্য এখন আগেরকার এপিসোডই দেখানো হচ্ছে।

এখানে লাইভ ফোন কলে শিল্পীদের সঙ্গে দর্শকরা সরাসরি কথাও বলতে পারেন। রতে পারেন গানের অনুরোধও।

শো-এর চার জন সঞ্চালক রিনি, মৌমিতা, মুনমুন এবং দেব সাফল্যের সঙ্গে এই শো-কে জনপ্রিয় করেছেন নিজগুণে।

৯ বছর পূর্তিতে ৯ জন শিল্পী গুড মর্নিং আকাশের অফিশিয়াল সোশাল মিডিয়া পেজে সারা দিন ধরে লাইভে অনুষ্ঠান করেছেন। এঁরা ছিলেন জয়তী চক্রবর্তী, অদিতি মুন্সি, সোমলতা, পৌষালী, জোজো, শোভন, গৌরব, নিহারীকা এবং জ্যোতি।