scorecardresearch
 
Advertisement
বলিউড

PHOTOS: সাদা বিকিনিতে জলপরী নেহা শর্মা

নেহা
  • 1/10

বলিউডের অন্যতম হটেস্ট অভিনেত্রীর খেতাব পেয়েছেন বহুবার। সোশাল মিডিয়ায় খুবই সক্রিয় নেহা। মাঝে মাঝেই তাঁর ছবি ভিডিয়ো পোস্ট করেন।

নেহা
  • 2/10

FHM পত্রিকার বিচারে বিশ্বের ১০০ জন সেক্সিয়েস্ট মহিলার মধ্যে সপ্তম স্থান বরাদ্দ হয়েছিল নেহা শর্মার জন্য।

নেহা
  • 3/10

সম্প্রতি সোশাল মিডিয়ায় সাদা বিকিনিতে নায়িকা দেখা দিলেন জলপরীর অবতারে। তাঁর লুকসে পাগল অনুরাগীরা প্রশংসায় ভরিয়েছেন পোস্টে।

Advertisement
নেহা
  • 4/10

২০১০ সালে ক্রুক ছবিতে অভিনয় করে বলিউডে পা রাখেন নেহা। ছবি তেমন হিট না করলেও নেহা চোখে পড়ে যান দর্শকদের।

 

নেহা
  • 5/10

এর পর বহু ছবিতে অভিনয় করেন নেহা। তবে দুর্ভাগ্যের বিষয়, বাণিজ্যিক সাফল্য এখনও পযন্ত অধরাই থেকে গিয়েছে নেহার জন্য।

নেহা
  • 6/10

গত বছর তানহাজি ছবিতে কমলা দেবীর চরিত্রে অভিনয় করেন তিনি। ছোট্ট চরিত্র হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল সিনেমার বিচারে।

নেহা
  • 7/10

হিন্দি ছাড়াও তেলুগু, তামিল, মালায়ালম এবং পঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন নেহা।

 

Advertisement
নেহা
  • 8/10

জানলে অবাক হবেন, সম্ভবত ভারতের প্রথম কোনও অভিনেত্রী হিসাবে চিনের সিনেমা শুয়াংঝাং-এ অভিনয় করেছেন নেহা।

নেহা
  • 9/10

দিন কতক আগে নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে জোগিরা সারা রা রা ছবির শুটিং শেষ করলেন নায়িকা।

 

নেহা
  • 10/10

এই ছবি নিয়ে যথেষ্ট প্রত্যাশা রয়েছে নেহার। তাঁর আশা বাণিজ্যিক ভাবে তো সফল হবেই, তার সঙ্গে দর্শকদের তাঁর অভিনয়ও পছন্দ হবে। ছবি সৌজন্য: নেহা শর্মার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল

Advertisement