scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

PHOTOS: ভোট দিলেন প্রার্থী শ্রাবন্তী, বুথে বুথে ঘুরলেন পায়েল

Behala
  • 1/11

এবার বেহালা পূর্ব ও পশ্চিমে গ্ল্যামারের ছটা। বিজেপি প্রার্থী করেছে দুই টলি নায়িকা পায়েল সরকার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।
 

Behala
  • 2/11

পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবির ভরসা রেখেছে অভিনেত্রী শ্রাবন্তীর ওপর। যিনি আবার বেহালার ঘরের মেয়ে। নিজের মাকে নিয়ে ভোট দিলেন শ্রাবন্তী।
 

Behala
  • 3/11

ভোট দিয়ে বেহালা পশ্চিমের বিভিন্ন বুথে ঠিকমত নির্বাচন চলছে কিনা তা পর্যবেক্ষণে বের হন শ্রাবন্তী।
 

Advertisement
Behala
  • 4/11

বেহালার ক্ষুদিরাম পল্লির সরস্বতী বিদ্যামন্দির এর ৩০০ নম্বর বুথে চার ভাই ভোট দিতে এলে টিএমসি এজেন্টদের বিরুদ্ধে ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।
 

Behala
  • 5/11

 বিজেপি প্রার্থী শ্রাবন্তী নিজে ঘটনাস্থলে হাজির হন। তাঁর হস্তক্ষেপে ফের ভোট দেওয়া শুরু হয়।

Behala
  • 6/11

 জানা যাচ্ছে ঠাকুরনগরের বাসিন্দা ওই চার ভাই  মতুয়া সম্প্রদায়ের তারা বছরের পর বছর বেহালায় ভোট দেন। শ্রাবন্তীর হস্তক্ষেপে এবারও ভোট দিতে পারলেন তাঁরা।

Behala
  • 7/11

এদিকে বেহালা পূর্বের বিজেপি প্রার্থীও সকাল সকাল নিজের কেন্দ্রে পরিদর্শনে বের হন।

Advertisement
Behala
  • 8/11

বেহালা পূর্বের প্রতিটি বুথ পরিদর্শন করেন পায়েল। 

Behala
  • 9/11

পায়েল জানান , " আমাদের এটাই লক্ষ্য যে শান্তিপূর্ণ ভোট হোক। আমরা কাউকে বিরক্ত করব না এবং কাউকে বিরক্ত করতেও দেবনা।"

behala
  • 10/11

পায়েল জানান ভোটের দিন অশান্তি ছড়াতে বিজেপি কর্মীর বাড়িতে মারধর ও ভাঙচুর করা হয়েছিল কিন্তু অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।
 

Behala
  • 11/11

এদিন বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী তথা পায়েল সরকারের প্রতিদ্বন্দ্বী রত্না চট্টোপাধ্যায়ও ভোট দেন। 
 

Advertisement