Advertisement
মনোরঞ্জন

PHOTOS: থালাইভি-র MGR-কে? নামী অভিনেতাকে চিনতে পারছেন?

  • 1/10

২৩ মার্চ মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক থালাইভির ট্রেলার। কঙ্গনার সঙ্গে সেখানেই প্রথমবার দেখা গেল MGR-কে। কিন্তু চিনতে পারছেন এই নামী অভিনেতাকে?

  • 2/10

অনেকেই মেকআপ এবং চলনবলনে এই নামী অভিনেতাকে চিনতে পারেননি। তবে এই প্রথমবার নয়, এর আগেও বলিউডের নামী অভিনেত্রী জুহি চাওলা, মনীষা কৈরালা এবং মধু-র সঙ্গে জুটি বেঁধে সুপারহিট ছবিতে কাজ করেছেন ইনি।

  • 3/10

ঠিকই ধরেছেন। ইনি অরবিন্দ স্বামী। তবে মেকআপের কামালে তাঁকে MGR-এর চরিত্রে সহজে চেনা যাচ্ছে না।

Advertisement
  • 4/10

অরবিন্দের জন্ম ১৯৭০ সালের ১৮ জুন। চিকিৎসক হতে চেয়েছিলেন অরবিন্দ। কিন্তু ভাগ্য তাঁকে অন্য পথে নিয়ে এল।

  • 5/10

একটি বিজ্ঞাপনে অরবিন্দকে দেখেন পরিচালক মণি রত্নম। অরবিন্দকে ডেকে থলপতি ছবিতে লিড রোলে সুযোগ করে দেন তিনি।

  • 6/10

১৯৯২ সালে রোজা সিনেমায় তাঁর অভিনয় খুব প্রশংসিত হয়। সে বছর ছবিটি বছরের অন্যতম সেরা ছবি ছিল।

  • 7/10

রোজা সে বছর জাতীয় পুরস্কার পায়। অরবিন্দ স্বামী রাতারাতি গোটা দেশে স্টারের মর্যাদা পান। তামিল ছাড়াও তেলুগু এবং মালায়ালম ছবিরও সুপারস্টার তিনি।

Advertisement
  • 8/10

রোজার ২৯ বছর ফের এক সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন মধু এবং অরবিন্দ। থালাইভি ছবিতে মধু MGR-এর তৃতীয় স্ত্রী জানকী-র ভূমিকায় অভিনয় করছেন।

  • 9/10

এটা অনেকেই জানেন না, রোজা ছবিতে মধুর চরিত্র প্রথমে ঐশ্বর্য রাইকে অফার করা হয়েছিল। ডেটের সমস্যার কারণে তিনি এই ছবি করতে পারেননি।

  • 10/10

মনীষা কৈরালার সঙ্গে বম্বে, জুহি চাওলার সঙ্গে সাত রং কে সপনে ছবিতেও অভিনয় করেন অরবিন্দ স্বামী। সে হিসাবে দেখলে সাত রং কে সপনে বলিউডে তাঁর প্রথম ছবি। এর আগের সব ছবি হিন্দিতে ডাবিং করা হয়।

Advertisement