
টেলিভিশনের জনপ্রিয় মুখ হিনা খান। সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় থাকেন অভিনেত্রী।

বিগত কয়েকদিন ধরে কখনোও তাঁর স্টাইলিশ লুক তো, কখনো বিগ বস হাউসের জন্য চর্চায় ছিলেন অভিনেত্রী।

ফের মালদ্বীপে ছুটি কাটাতে পৌঁছেছেন হিনা খান।

সঙ্গে গিয়েছেন তাঁর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড রকি জয়সওয়াল।

দুজনে বিশেষ মুহূর্ত কাটাচ্ছেন মালদ্বীপে।

হিনার স্যুইম স্যুট পরা ছবিতে মজেছেন নেটিজেনরা।

হিনা, ছবিগুলি শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই উপচে পড়েছে ফ্যানেদের ভালবাসা।

বোল্ড অবতারে অভিনেত্রী রয়েছেন সব মিলিয়ে ফুল অন ভ্যাকেশন মুড।

অভিনেত্রীর ছবি দেখেই বোঝা যাচ্ছে প্রকৃতিকে তারিয়ে উপভোগ করছেন তিনি।

কখনও দ্বীপের সাদা বালুকাভূমি তো কখনও আন্ডার ওয়াটারের একাধিক ছবি শেয়ার করেছেন হিনা।

সমস্ত ছবির সৌজন্য: ইন্সটাগ্রাম