Advertisement
মনোরঞ্জন

Pooja Bedi: রিল হোক বা রিয়েল, সব সময় বিতর্ক পিছু নিয়েছে পূজা বেদীর

  • 1/15

৫১টি বসন্ত কাটিয়ে ফেললেন বলিউড অভিনেত্রী পূজা বেদী। আজ তাঁর জন্মদিন।

  • 2/15

বিতর্কের সঙ্গে পূজা-র বিশেষ সম্পর্ক রয়েছে। রিল লাইফ হোক বা রিয়েল লাইফ, সব সময় বিতর্কের পছন্দের ব্যক্তি থেকেছেন পূজা।

  • 3/15

অভিনেতা কবীর বেদী এবং প্রয়াত নৃত্যশিল্পী প্রতিমী বেদীর মেয়ে পূজা বলিউডে পা রাখেন ১৯৯১ সালে। ছবির নাম ছিল বিষকন্যা।

Advertisement
  • 4/15

ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। কখন প্রেক্ষাগৃহে আসে, আর কখনই বা চলে যায় তা কোনও দর্শক মনে রাখেননি। ছাপ ফেলতে পারেননি পূজাও।

  • 5/15

তবে ১৯৯১ সালেই একটি কনডোমের বিজ্ঞাপনে বিতর্কে জড়ান পূজা। মার্ক রবিনসনের সঙ্গে ওই বিজ্ঞাপনে অত্যন্ত সাহসী ভঙ্গিতে স্ক্রিনে নিজেকে মেলে ধরেন।

 

  • 6/15

বিজ্ঞাপনটি এতটাই বোল্ড ছিল তৎকালীন টেলিভিশন অনুষ্ঠান এবং অন্যান্য বিজ্ঞাপনের বিচারে, যে সেটিকে ব্যান করতে বাধ্য হয় দূরদর্শন। সেই বিজ্ঞাপন এইডসের সচেতনতা প্রচারের অংশ ছিল।

  • 7/15

১৯৯২ সালে মুক্তি পায় আমির খান, আয়েশা জুলকা এবং দীপক তিজোরি অভিনীত ছবি জো জিতা উওহি সিকন্দর। ভারতীয় সিনেমায় প্রথম স্লো মোশন গান শুট হয়েছিল ছবিতে। গানটি এখনও সমান জনপ্রিয়, পেহলা নশা, পেহলা খুমার।

Advertisement
  • 8/15

এখানেও বিতর্ক পিছু ছাড়েনি পূজার। আমিরের সঙ্গে একটি লিপলক দৃশ্য ছবির অন্যতম হাইলাইট পয়েন্ট হয়ে দাঁড়ায়। সৌজন্যে পূজা বেদী।

  • 9/15

১৯৯৪ সালে ফারহান ইব্রাহিম ফার্নিচারওয়ালা-কে বিয়ে করেন পূজা। তাঁদের দুই সন্তান অলয়া এবং ওমর। অলয়া সম্প্রতি সইফ আলি খান অভিনীত জওয়ানি জানেমন ছবিতে বলিউড ডেবিউ করেছেন।

  • 10/15

যদিও বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। ৯ বছরের বিবাহিত জীবনের পর ২০০৩ সালে ডিভোর্স হয় পূজা-ফারহানের।

  • 11/15

২০১৯ সালে মানেক কনট্রাক্টরের সঙ্গে এনগেজমেন্ট সেরেছেন পূজা। আপাতত সেই রিলেশনে স্টেডি।

Advertisement
  • 12/15

২০২০ সালে করোনার মধ্যেই মুম্বই থেকে গোয়া গিয়েছিলেন পূজা। সেখানকার সেফ হাউজের সুযোগ সুবিধা নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়ে ফের শিরোনামে আসেন তিনি।

  • 13/15

সিনেমা থেকে দূরেই রয়েছেন তিনি। সম্প্রতি দোস্তানা ২ থেকে কার্তিক আরিয়ান বাদ পড়ায় তা নিয়ে মুখ খোলেন পূজা। তা নিয়েও বিতর্ক কম হয়নি।

  • 14/15

সিনেমা থেকে দূরে থাকলেও রিয়েলিটি শো-কে মাঝে মধ্যেই মুখ দেখিয়েছেন তিনি। ঝলক দিখলা যা, বিগ বস, নাচ বলিয়ে, খতরো কে খিলাড়ি-র মতো জনপ্রিয় শোতে অংশ নিয়েছিলেন পূজা।

  • 15/15

ছবি সৌজন্য: পূজা বেদীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল

Advertisement