scorecardresearch
 
Advertisement
ওটিটি

Raima Sen: OTT প্ল্যাটফর্মে চুটিয়ে কাজ করছেন রাইমা

রাইমা
  • 1/9

গড মাদার, পরিনীতা, হানিমুন ট্রাভেলস, দশ-এর মতো বলিউড সিনেমায় কাজ করা বঙ্গ নায়িকা রাইমা সেন।

রাইমা
  • 2/9

আপাতত বলিউড থেকে একটু দূরত্বে ওটিটি প্ল্যাটফর্মে চুটিয়ে কাজ করছেন রাইমা। আমাজন প্রাইমের ওয়েব সিরিজ দ্য লাস্ট আওয়ার-এ তাঁকে দেখা যাবে।

রাইমা
  • 3/9

শুধু হিন্দি নয়, তার সঙ্গে পাল্লা দিয়ে বাংলা ছবিরও তিনি প্রথম সারির নায়িকা। বাংলা বহু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে এবং মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি তিনি।

Advertisement
রাইমা
  • 4/9

শাবানা আজমি, শরমন জোশি-র সঙ্গে গডমাদার ছবিতে অভিনয় করে তিনি ১৯৯৯ সালে বলিউডে পা রাখেন।

রাইমা
  • 5/9

এর পর তিনি দমন-এ অভিনয় করেন। এই ছবিতে রবীনা ট্যান্ডন গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন। পরিনীতা, হানিমুন ট্রাভেলস, দশ, ফানটুশ, একলব্য-র ছবিতে অভিনয় করেছেন।

রাইমা
  • 6/9

বলিউডে তেমন সাফল্য পাননি রাইমা। একক নায়িকা হিসাবে বলিউডে পা রাখতে পারেননি সে ভাবে। তবে বাংলা সিনেমায় সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। টলিউডে তিনি প্রথম সারির নায়িকা।

রাইমা
  • 7/9

তবে ডিজিটাল প্ল্যাফর্মে তিনি চুটিয়ে অভিনয় করছেন। বাংলার হ্যালো সিরিজের সঙ্গে পরছায়ি-তে অভিনয় করেছেন। পরছায়ি-তে তিনি জুলির ভূমিকায় অভিনয় করেন। সিরিজটি জি ফাইভে মুক্তি পায়।

Advertisement
রাইমা
  • 8/9

এ ছাড়া লাভ বাইটস, ইট স্লিপ রিপিট, মেহমান সিরিজেও অভিনয় করেছেন। ফরবিডেন লাভ সিরিজে তিনি মুখ্য চরিত্রে থাকবেন। এখানে আলি ফজল-ও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।

রাইমা
  • 9/9

ছবি সৌজন্য: রাইমা সেনের ইনস্টাগ্রাম হ্যান্ডেল

Advertisement