scorecardresearch
 
বলিউড

Dimple Kapadia: টপলেস হওয়া থেকে সানি-র সঙ্গে প্রেম, ছকভাঙা ডিম্পল

ডিম্পল
  • 1/10

প্রথম ছবি ববি। ব্লকবাস্টার হিট। তার পরই স্ক্রিন থেকে গায়েব হয়ে গেলেন নায়িকা ডিম্পল কাপাডিয়া। ১৯৭৩ সালে মাত্র ১৬ বছর বয়সে সুপারস্টার রাজেশ খান্নার ঘরণি হয়ে প্রায় এক দশক বছর স্ক্রিন থেকে সন্ন্যাস নিয়েছিলেন ডিম্পল কাপাডিয়া। তাঁর মতো এমন বর্ণময় এবং ছকভাঙা চরিত্র বলিউডে মেলা কঠিন।

সানি
  • 2/10

সানি দেওলের সঙ্গে সম্পর্কের কথা কোনও দিন স্বীকার বা অস্বীকার না করলেও প্রায় ৪০ বছর বাদেও তাঁদের প্রেম নিয়ে জোর চর্চা চলে বলি মহলে।

সানি
  • 3/10

সানির প্রথম ছবি বেতাব হিট করার পর অমৃতা সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক শিরোনামে ছিল। তবে অচিরেই জানা যায় সানি বিবাহিত। খবর জানার পর অমৃতা সম্পর্ক শেষ করেন। সানির জীবনে চলে আসেন ডিম্পল।

ডিম্পল
  • 4/10

ডিম্পলের কামব্যাক ছবি সাগর সুপারহিট করেছিল। সেই ছবিতে একটি দৃশ্যের জন্য টপলেস হয়েছিলেন ডিম্পল। তখনকার দিনে এটা অভাবনীয় বিষয় ছিল, বিশেষত ভারতীয় সিনেমায়। ১৫ বছরের বড় স্বামী রাজেশ খান্নার সঙ্গে সম্পর্ক তখন তলানিতে। সে সময় সানি-র প্রবেশ ডিম্পলের জীবনে।

সানি
  • 5/10

তত দিনে রাজেশ খান্নার থেকে আলাদা হয়ে গিয়েছিলেন ডিম্পল। দুই মেয়েকে নিয়ে আলাদা বাজ়িতে উঠে যান। মেয়েদের কার্যত নিজের হাতেই মানুষ করেছেন তিনি। ছোটবেলায় দুই মেয়ে সানিকে নাকি ছোটে পাপা বলে ডাকত। বলিউডি ম্যাগাজিনগুলিতে তখন নিত্য নতুন খবর ছাপা হত সানি-ডিম্পলকে নিয়ে। বেশ কিছু প্রতিবেদনে লেখা হয়েছিল, গোপনে তাঁরা বিয়েও করেছেন, তবে প্রকাশ্যে বা আইনত কোনও দিন সে কথা স্বীকার করবেন না। কারণ তখন দুজনেই বিবাহিত।

সানি
  • 6/10

সানির সঙ্গে সম্পর্ক ভাঙার পর একটি সাক্ষাৎকারে অমৃতা সিং বলেছিলেন, 'পছন্দসই ক্রিম কেক পেয়েছেন ডিম্পল। আর ছাড়েন! মনের সুখে তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছেন। সানিরও আমার বদলে নতুন গার্ল ফ্রেন্ড দরকার ছিল। পেয়ে গেছেন। দু’জনেই খুশি।'

সানি
  • 7/10

তবে নিজেদের সম্পর্ক নিয়ে কোনও দিন প্রকাশ্যে মন্তব্য করেননি সানি বা ডিম্পল। তবে সানি প্রায়ই ডিম্পলের বাড়ি 'সমুদ্র মহল' আসতেন। তন্দুরি চিকেন খেতে খুব পছন্দ করেন সানি। বিশেষ দিনে ডিম্পল রান্না ঘরে ব্যস্ত হয়ে পড়লে সকলে বুঝতে পারতেন, আজ সানি আসবেন।

সানি
  • 8/10

ডিম্পলের সঙ্গে সম্পর্কের জেরে সানির সংসারেও ভাঙন দেখা দিয়েছিল। সানির স্ত্রী পূজা সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলেছিলেন। সে সময় সানি সংসারে থিতু হন। তবে তিনি কোনও দিনই ডিম্পলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেননি।

সানি
  • 9/10

২০০৯ সালে বোন সিম্পলের মৃত্যুর পর ডিম্পল ভীষণ ভাবে ভেঙে পড়েছিলেন। সেই শোক ভোলাতেও সানি তাঁকে সঙ্গে দেন বলে শোনা যায়।

সানি
  • 10/10

২০১৮ সালেও লন্ডনের রাস্তায় দুজনকে হাত ধরে ঘুরতে দেখা গিয়েছে। সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছিল। প্রায় ৪০ বছর কেটে গেলেও সম্পর্কের বন্ধন আজও অটুট রয়েছে।