scorecardresearch
 
টলিউড

Srabanti Chatterjee Roshan Singh: ফের রোশনের সঙ্গে ঘর বাঁধবেন শ্রাবন্তী? স্বামীর ইচ্ছেতেই নতুন জল্পনা নায়িকার জীবনে

Srabanti Chatterjee roshan singh news শ্রাবন্তী চট্টোপাধ্যায়
 • 1/11

বিগত কিছু বছর ধরেই জল্পনায় থাকেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। আর গত এক বছরে বিভিন্ন জল্পনার একেবারে শীর্ষে পৌঁছেছেন তিনি। 

Srabanti Chatterjee roshan singh news শ্রাবন্তী চট্টোপাধ্যায়
 • 2/11

মূলত ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে টলি পাড়ায় তাঁকে নিয়ে আলোচনা লেগেই থাকে। স্বামী রোশন সিংহর (Roshan Singh) সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের জল্পনা নিয়ে চর্চা তো ছিলই। এবার তাতে যোগ হল নতুন দিক।

Srabanti Chatterjee roshan singh news শ্রাবন্তী চট্টোপাধ্যায়
 • 3/11

 সোমবার 'রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস'-র মাধ্যমে আপাতত বিবাহবিচ্ছেদ রুখলেন রোশন সিংহ। হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় এটি একটি আইনি সংস্থান।   
 

Srabanti Chatterjee roshan singh news শ্রাবন্তী চট্টোপাধ্যায়
 • 4/11

তবে তিনি নিশ্চিত করেছেন আর্থিক সাহায্যের জন্য তিনি একাজ করেননি, তাঁর স্ত্রীয়ের সঙ্গে সংসার করতে চান রোশন, সব ভুলে নতুন করে শুরু করতে চান। সেই জন্যেই এই সিদ্ধান্ত তাঁর। 

Srabanti Chatterjee roshan singh news শ্রাবন্তী চট্টোপাধ্যায়
 • 5/11

রোশন সিংহর আবেদনের ভিত্তিতে আগামী জুলাই মাসে শ্রাবন্তীকে তলব করেছে আদালত। এবার কি তাহলে ভাঙা সম্পর্ক জোড়া লাগবে তাঁদের? নিজের পুরনো ট্রেন্ড ভাঙবেন নায়িকা? 
 

Srabanti Chatterjee roshan singh news শ্রাবন্তী চট্টোপাধ্যায়
 • 6/11

এদিকে টলিপাড়ায় গুঞ্জন রয়েছে নতুন সম্পর্কে রয়েছেন শ্রাবন্তী। বাইপাসের ধারে তাঁর আবাসনেই থাকেন তাঁর নতুন প্রেমিক এমনটাই খবর। শুধু তাই নয়, নির্বাচন পরবর্তী সময়ে নতুন 'লাভ- বার্ডস' পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন বলেই শোনা যায়। 

Srabanti Chatterjee roshan singh news শ্রাবন্তী চট্টোপাধ্যায়
 • 7/11

তবে কানাঘুষো শোনা যাচ্ছে এই নতুন সম্পর্কের বয়স একেবারে বেশি না। নতুন সম্পর্কের উদযাপনে তাঁরা বিশেষ পার্টিও করেছিলেন বলেই খবর। যদিও অভিনেত্রী এখনও মুখ খোলেননি এই বিষয়ে। 
 

Srabanti Chatterjee roshan singh news শ্রাবন্তী চট্টোপাধ্যায়
 • 8/11

২০১৯ সালের এপ্রিল মাসে রোশন সিংহকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী‌। এটি ছিল অভিনেত্রীর তৃতীয় বিয়ে। বিগত কিছুদিন ধরেই পরোক্ষভাবে চলেছে পোস্ট, পাল্টা পোস্টের মাধ্যমে ঠান্ডা লড়াই।

Srabanti Chatterjee roshan singh news শ্রাবন্তী চট্টোপাধ্যায়
 • 9/11

২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে করেন শ্রাবন্তী। এর প্রায় ১৫ বছর পর প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের হয় নায়িকার। 

Srabanti Chatterjee roshan singh news শ্রাবন্তী চট্টোপাধ্যায়
 • 10/11

 সেই বছরই মডেল কৃষ্ণ ভি রাজের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেছিলেন শ্রাবন্তী। এক বছরের মধ্য মধ্যেই ভেঙ্গে যায় সে সম্পর্কও। এরপর তিন বছর পর রোশনের সঙ্গে বিয়ে করেছিলেন তিনি।  

Srabanti Chatterjee roshan singh news শ্রাবন্তী চট্টোপাধ্যায়
 • 11/11

প্রসঙ্গত, প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে সোহম চক্রবর্তীর সঙ্গে জুটিতে কাজ করছেন শ্রাবন্তী। 'হইচই' সিজন ৪- এ 'দুজনে' সিরিজের মাধ্যমে দর্শকেরা দেখতে পাবেন তাঁকে অভিমন্যু মুখোপাধ্যায়ের ছবি 'লকডাউন' মুক্তির অপেক্ষায়। এছাড়াও হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'কাবেরী অন্তর্ধান' ছবিতে শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে এই প্রথম জুটি বেঁধেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। (ছবি সৌজন্য: ফেসবুক)