scorecardresearch
 
Advertisement
বলিউড

Disha Patani: নাকের সার্জারি করেছেন দিশা? নেটিজেনদের চর্চা অভিনেত্রীর ভিন্ন লুক দেখে

disha patani nose job rumours- দিশা পাটানি
  • 1/8

বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রীদের নাম করলে, দিশা পাটানির নামও আসে। তাঁর ব্যক্তিত্ব, নাচ, ফ্যাশন সবই নজর কাড়ে অনুগামীদের। 

disha patani nose job rumours- দিশা পাটানি
  • 2/8

সম্প্রতি অভিনেত্রী 'অন্তিম দ্য ফাইনাল ট্রুথ'-র স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন। এদিন, একটি হলুদ রঙা ক্রপ টপ ও ডেনিম পরেছিলেন তিনি। সঙ্গে ছিল শিমারি ব্যাগ এবং পায়ে স্পোর্টস জুতো। (ছবি:যোগেন শাহ) 

disha patani nose job rumours- দিশা পাটানি
  • 3/8

দিশা পাটানির এই লুকের একাধিক ছবি ও ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তবে বহু নেটিজেন, সেই ছবি দেখে মনে করছেন 'নোজ জব' অর্থাৎ নাকের সার্জারি করেছেন দিশা। (ছবি:যোগেন শাহ) 

Advertisement
disha patani nose job rumours- দিশা পাটানি
  • 4/8

এক নেটাগরিক লিখেছেন, "খুবই অন্য রকম লাগছে।" আরেকজন আবার লিখেছেন, "প্লাস্টিক সার্জারি, বাপ রে"। কেউ কেউ আবার আলোচনা করছেন, ঠোঁটেও সার্জারি করেছেন অভিনেত্রী। 

disha patani nose job rumours- দিশা পাটানি
  • 5/8

সলমন খানের ছবি 'রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই' ছবিতে সম্প্রতি কাজ করেছেন দিশা পাটানি। ছবিটির পরিচালনা করেছেন প্রভুদেবা। এছাড়া একতা কাপুরের একটি ছবিতেও অভিনয় করবেন তিনি। 

disha patani nose job rumours- দিশা পাটানি
  • 6/8

এছাড়াও মোহিত সুরির 'এক ভিলেন ২' -তে অভিনয় করবেন দিশা পাটানি। এই ছবিতে তারা সুতারিয়া, অর্জুন কাপুর এবং জন আব্রাহাম রয়েছেন মুখ্য চরিত্রে। 

disha patani nose job rumours- দিশা পাটানি
  • 7/8

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন দিশা পাটানি। মেকআপ তাঁর খুবই পছন্দের। প্রায়ই সোশ্যাল পেজে মেকআপের বিভিন্ন টিউটোরিয়াল শেয়ার করেন তিনি। 

Advertisement
disha patani nose job rumours- দিশা পাটানি
  • 8/8

জ্যাকি শ্রফের পুত্র-  অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে প্রায়ই দেখা যায় দিশা পাটানিকে। দু'জনে একের অপরের খুবই কাছেন। জল্পনা, তাঁরা সম্পর্কেও রয়েছেন। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি টাইগার- দিশা। উল্টে, 'বিশেষ বন্ধু' তকমাই আপাতত রাখতে চান তাঁরা নিজেদের সম্পর্কে। 

Advertisement