scorecardresearch
 
টেলিভিশন

Ushasie Chakraborty, June Auntie: 'পরম সুন্দরী' থেকে ডেডলিফট গার্ল! নেটিজেনদের মুগ্ধ করছেন 'হট' জুন আন্টি

Ushasie Chakraborty aka June Auntie of Shreemoyee news - উষসী চক্রবর্তী
  • 1/9

বাংলা ছোটপর্দার দর্শকদের মধ্যে জুন আন্টির নাম জানেন না, এরকম খুব বাঙালিই আছেন। টেলিভিশনের জনপ্রিয় ভিলেনদের মধ্যে বর্তমানে প্রথম সারিতেই আসে তাঁর নাম। 

Ushasie Chakraborty aka June Auntie of Shreemoyee news - উষসী চক্রবর্তী
  • 2/9

তবে নেতিবাচক চরিত্রে 'জুন' যতটা গা জ্বালা ধরাতে পারেন দর্শকদের, রিয়েল লাইফে অভিনেত্রী উষসী চক্রবর্তী কিন্তু একেবারে বিপরীত মেরুর মানুষ। বরাবরই জীবনে পজিটিভ থাকতে পছন্দ করেন অভিনেত্রী। 

Ushasie Chakraborty aka June Auntie of Shreemoyee news - উষসী চক্রবর্তী
  • 3/9

আর সেই পজিটিভিটির বার্তা অনুগামীদের মধ্যেও ছড়িয়ে দেন অভিনেত্রী। ফিটনেস নিয়ে বারবার কথা বলেছেন উষসী। আর তিনি যে কতটা 'ফিটনেস ফ্রিক', সেই প্রমাণ মেলে তাঁর সোশ্যাল পেজে উঁকি মাড়লেই। 

 

Ushasie Chakraborty aka June Auntie of Shreemoyee news - উষসী চক্রবর্তী
  • 4/9

 সম্প্রতি ইন্সটাতে একটি ছবি শেয়ার করেছেন তিনি, যেখানে দেখা যাচ্ছে স্পোর্টসওয়্যার পরে ডেডলিফট করছেন জুন আন্টি। পোস্টের ক্যাপশনে লিখেছেন, "আই অ্যাম অ্যা ডেডলিফট গার্ল"। 

 

Ushasie Chakraborty aka June Auntie of Shreemoyee news - উষসী চক্রবর্তী
  • 5/9

এর আগেও বিভিন্ন সময়, নেটিজেনদের সঙ্গে নিজের ফিটনেস মন্ত্রা শেয়ার করেছেন উষসী। কখনও তাঁকে দেখা গেছে সারমেয়কে নিয়ে স্কোয়াট করতে। 

 

Ushasie Chakraborty aka June Auntie of Shreemoyee news - উষসী চক্রবর্তী
  • 6/9

কোনও ছবিতে আবার, তিনি যোগ ব্যায়াম করছে। ধরণ যে রকমই হোক না কেন, শরীরচর্চার মধ্যেই থাকতে ভালোবাসেন তিনি। 

Ushasie Chakraborty aka June Auntie of Shreemoyee news - উষসী চক্রবর্তী
  • 7/9

 সম্প্রতি উষসী চক্রবর্তীর শেয়ার করা একটি ইন্সটা রিলস ভাইরাল হয়েছে। ট্রেন্ডিং গান 'পরম সুন্দ্রী'-তে গা ভাসিয়েছেন তিনি। শ্যুটের ফাঁকেই কালো রঙা শাড়ি পরে সুন্দরী ও 'হট' জুন আন্টিকে কোমর দোলাতে দেখে রীতিমতো মুগ্ধ ফ্যানরা। 

 

Ushasie Chakraborty aka June Auntie of Shreemoyee news - উষসী চক্রবর্তী
  • 8/9

যদিও ধারাবাহিকে এই মুহূর্তে জুনের একটু খারাপ সময়ই যাচ্ছে। ধীরে ধীরে জুনের ব্যবহারে বিরক্ত অনিন্দ্য। তাঁর মতে হতে শুরু করেছে শ্রীময়ীকে দূরে ঠেলে, জুনকে কাছে টেনে ভুলই করেছেন তিনি। 

Ushasie Chakraborty aka June Auntie of Shreemoyee news - উষসী চক্রবর্তী
  • 9/9

সমস্ত ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম