scorecardresearch
 
বলিউড

Disha Patani: বিকিনিতে উত্তাপ বাড়াচ্ছেন HOT দিশা, দেখুন ছবি

দিশা
  • 1/10

বিকিনিতে সব সময় আলাদা মাত্রা যোগ করেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। তাঁর ছুটি কাটানোর নানা ছবি নিয়ে ভরপুর আলোচনা হয়েছে সামপ্রতিক অতীতে।

দিশা
  • 2/10

সোশাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ দিশা। সম্প্রতি শেয়ার করলেন তাঁর বিকিনি ছবি যা এই মুহূর্তে ভাইরাল হচ্ছে। লেপার্ড প্রিন্টেড বিকিনিতে সমুদ্রের তীরে রিল্যাক্স করতে দেখা গিয়েছে তাঁকে।

দিশা
  • 3/10

শরীর চর্চা, নাচকে বিশেষ প্রাধান্য দেন দিশা। সোশাল মিডিয়ায় বহুবার এর প্রমাণ রেখেছেন তিনি। কখনও জিমন্যাস্টের ভঙ্গিতে সামারসল্ট করেছেন। কখনও ভারী ওজন তুলে তাক লাগিয়েছেন।

দিশা
  • 4/10

তাঁর বয়ফ্রেন্ড অভিনেতা টাইগার শ্রফ-ও তাঁর বিভিন্ন স্টান্ট দেখে তারিফ করেছেন সোশাল মিডিয়া পোস্টে। পিছিয়ে নেই টাইগারের বোন কৃষ্ণা। তিনিও পোস্টে কমেন্ট করেছেন।

দিশা
  • 5/10

গ্ল্যামারাস নানা ছবির সঙ্গে অ্যাক্রোব্যাটিক ফিটনেস ভিডিও পোস্ট করেন। কিছু দিন আগে ওয়েট লিফ্টিং করার তাঁর একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছিল।

দিশা
  • 6/10

ভিডিওতে তাঁকে ৮০ কিলো ওজন তুলতে দেখা গিয়েছে। পোস্টে টাইগার শ্রফের মা আয়েষা শ্রফও চমকে গিয়েছেন। কমেন্টে তিনি লিখেছেন, 'এ কি সেই মেয়ে যে ওজন ছাড়া স্কোয়াট করা শুরু করেছিল। পরিশ্রমের ফল।'

 

দিশা
  • 7/10

দিশা একজন পশু প্রেমীও বটে। তাঁর বাড়িতেও অনেক পোষ্য রয়েছে। এ ছাড়াও তিনি সব পশুপাখি ভালোবাসেন।

দিশা
  • 8/10

ইনস্টাগ্রামে এর প্রমাণ হিসাবে একটা মজার পোস্ট করেছিলেন দিশা। একটি মোষের ছবি দিয়ে লিখেছিলেন, 'অনেক ভালোবাসা পাঠালাম।'

দিশা
  • 9/10

ঈদের দিন মুক্তি পাওয়া সলমান খানের ছবি রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই-তে দেখা গিয়েছিল দিশাকে। ছবিতে তাঁর ডান্স মুভের বেশ তারিফ হয়েছে।

দিশা
  • 10/10

আপাতত একতা কাপুরের পর পর প্রোজেক্টে কাজ করছেন দিশা। যার মধ্যে রয়েছে এক ভিলেন রিটার্নস।