scorecardresearch
 
Advertisement
বলিউড

Fashion Tips: বি-টাউন সেলেবদের মতো হতে চান? এভাবে ওড়না নিয়ে হয়ে উঠুন ফ্যাশনিস্তা

ওড়না
  • 1/8

যে কোনও ট্রাডিশনাল পোশাক ওড়না ছাড়া বেমানান। তা সে সালোয়ার কামিজ হোক কিংবা লেহেঙ্গা। সমগ্র ড্রেসিং স্টাইল পরিবর্তন করা সম্ভব শুধুমাত্র ওড়নার মাধ্যমে। 
 

মাধুরী
  • 2/8

তবে বর্তমানে শুধু ভারতীয় পোশাক না, অনেকে ওয়েস্টার্ন কিংবা ফিউশন ড্রেসের সঙ্গেও ফ্যাশনেবল ওড়না নিচ্ছেন অনেকে। কথায় বলা হয় তারকারা স্টাইল প্রবর্তক। বলিউডের এই নায়িকাদের মতো করে ওড়না নিয়ে কীভাবে আপনিও হয়ে উঠবেন ফ্যাশনিস্তা, দেখুন এক নজরে।

দীপিকা
  • 3/8

শালের মতো করে ওড়না নেওয়া খুব সহজ। শুধু তাই নয় রকমারি স্টোল কিংবা বড় স্কার্ফও এইভাবে নিয়ে একটি স্টাইলিশ লুক তৈরি করতে পারেন আপনিও। যে কোনও খুব সাধারণ সালোয়ার কামিজের সঙ্গেও একটু ভারি কাজ করা ওড়না এইভাবে নিন। সঙ্গে পরুন মানানসই ভারি কানের দুল। ব্যাস! কেল্লা ফতে।

Advertisement
রকুলপ্রীত
  • 4/8

কনট্রাস্ট করে ওড়না দেওয়া আজকাল ফ্যাশন। তার মধ্যে সামনেই দোল। তাই যে কোনও সাদা ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গে রঙিন ওড়না কাঁধের এক পাশে নিন। সকলের নজর কাড়বেন আপনিই।
 

আলিয়া
  • 5/8

গরম ইতিমধ্যেই পড়ে গেছে তাই লেহেঙ্গা বা সালোয়ার কামিজের সঙ্গে হালকা রঙা ওড়না ব্যবহার করুন। কাঁধের একপাশ থেকে নিয়ে অন্য পাশে কোমরের কাছে আটকে নিন ওড়না। দেখতে খুবই সুন্দর লাগবে নিঃসন্দেহে।

অনন্যা
  • 6/8

ওড়না নেওয়ার সবচেয়ে সহজ উপায় হল ঘাড়ের থেকে সামনেড় দিকে ঝুলিয়ে নেওয়া। খুব সাধারণ লুকেও আপনি হয়ে উঠবেন অনন্যা। 

সারা
  • 7/8

আরও একটি সাধারণ ভাবে ওড়না দিলেও আপনি হয়ে উঠতে পারেন ফ্যাশনেবল। লেগিংস বা চুড়ি পা সালোয়ারের সঙ্গে সামনে থকে পিছন দিকে ওড়না দিন। এতে চলাচল করতেও সুবিধা হবে। দেখতেও ভালো লাগবে।

Advertisement
মালাইকা
  • 8/8

যদি আপনি এলিগেন্ট লুক আনতে চান, তাহলে গলার পিছন থেকে সামনে চওড়া করে সুন্দর করে একটি ওড়না নিন। আপনাকে যেমন আভিজাত্যপূর্ণ লাগবে, সেরকম হয়ে উঠবেন ফ্যাশনেবল।  

 

(ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

Advertisement