Advertisement
মনোরঞ্জন

Gehana Vasisth : গহনা বশিষ্ঠের নগ্ন ফটোশ্যুট? অভিনেত্রী যা বললেন...

  • 1/9

Gehana Vasisth: এই তো দিন কয়েক আগের ঘটনা। পর্ন মামলায় শিল্পপতি রাজ কুন্দ্রাকে ধরেছিল পুলিশ। জুলাইয়ে মুম্বই পুলিশ তাকে পর্ন ছবি বানানোর অভিযোগ পাকড়াও করেছিল। সে এখনও পুলিশের জালেই ছাড়া পায়নি। এই ঘটনা নিয়ে দেশে শোরগোল পড়ে গিয়েছিল। 

  • 2/9

সেই ঘটনা নয়া মোড় নিয়েছিল। সেই কাণ্ডে নাম জড়িয়েছিল অভিনেত্রী গহনা বশিষ্ঠেরও।

  • 3/9

দেখা গিয়েছিল, সোশাল মিডিয়ায় তাঁর ফটোশুট আর ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সম্প্রতি তিনি নিজের একটি ন্যুড ফটোশুট করেন। তার সঙ্গে তিনি এক লম্বা-চওড়া ক্যাপশনও দিয়েছিলেন।

Advertisement
  • 4/9

তিনি তাঁর ভক্তদের বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, না তো ওই ফটোশুটের সময় তিনি কিছু পান করেছিলেন। আর না তাঁর যৌন শোষণ করা হয়েছিল। শুধু তাই নয়, ওই শুটের জন্য তাঁর প্রাপ্য টাকাও তাঁকে সময়ে দিয়ে দেওয়া হয়।

  • 5/9

তিনি আরও জানিয়েছেন, সেটে তিনি কোনও রকম পানীয় নেননি। তিনি পুরোপুরি সুস্থ ছিলেন। সজ্ঞানে ছিলেন। তিনি জানান, তিনি ফিরেছিলেন অটোয় চেপে। যা বেশ নিরাপদই ছিল। আমি আমার পেমেন্ট পেয়ে গিয়েছিল।

  • 6/9

তিনি বলেছেন, সবথেকে বড় কথা হল আমি ১৮ বছরের বেশি বয়সী। আর আমি এক সাধারণ আর্টিস্ট।

  • 7/9

তিনি আরও বলেন, আর তাই আপনাদের সবার কাছে অনুরোধ করছি, দেড় বছর পর কোনও প্রোডিউসারের ওপর ৩৭০, ৩৭৬ বা ৩৫৪ ধারা লাগাবেন না।

Advertisement
  • 8/9

এরপর তিনি হাতজোড়ওয়ালা ইমোজি ব্যবহার করেছেন। তারপর তিনি এক আবেদন করেছেন।

  • 9/9

তিনি বলেছেন, কোনও মানুষের যদি তাঁর পোস্ট অশ্লীল লাগে বা তাঁর বক্তব্য ঠিক না লাগে, তা হলে তাঁকে বল্ক করে দেওয়া পারে। সেই রাস্তা খোলা রেখেছেন তিনি। তিনি আরও লিখেছেন, এটা আমার ওয়াল। আমি এখানে যা খুশি লিখতে পারি। আমি যা চাই, তা পোস্ট করেতে পারি। বলে রাখা ভাল, তিনি তাঁর ইন্সটাগ্রামে বরাবরই বোল্ড ছবি দিয়ে থাকেন।

Advertisement