scorecardresearch
 
Advertisement
টলিউড

Subhashree Ganguly as Devi Durga: মহালয়াতে শুভশ্রীই দুর্গা! মহামায়া রূপে নতুন লুকে নায়িকা

subhashree ganguly as devi durga this year on mahalaya 2021 mahishasurmardini -শুভশ্রী গাঙ্গুলী
  • 1/11

পুজোর (Durga Puja 2021) কাউন্টডাউন প্রায় শুরু হয়ে গেছে বললেই চলে। মহালয়ার (Mahalaya) দিন ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের (Birendra Krishno Bhadra) কন্ঠে মহিষাসুরমর্দিনী (Mahisasurmardini) শোনার রীতি বাঙালির যুগ যুগ ধরে চলে আসছে। তবে শুধু রেডিও না, টেলিভিশনের পর্দায় মহালয়া দেখার উৎসাহ কম থাকে না। সেই সঙ্গে কে সাজবেন দেবী দুর্গা (Devi Durga) রূপে, এই নিয়ে থাকে কৌতূহল। 

subhashree ganguly as devi durga this year on mahalaya 2021 mahishasurmardini -শুভশ্রী গাঙ্গুলী
  • 2/11

দেবীপক্ষের সূচনায় প্রতিবারই চ্যানেলগুলির মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, কে হবেন দেবী দুর্গা এই নিয়ে। এই বছর জি বাংলা চ্যানেলের দুর্গা সাজবেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। এই খবর আজতক বাংলার তরফ থেকে আগেই জানানো হয়। এবার সামনে এল তাঁর লুক।

subhashree ganguly as devi durga this year on mahalaya 2021 mahishasurmardini -শুভশ্রী গাঙ্গুলী
  • 3/11

আগামী মহালয়াতে এই চ্যানেলে আসছে 'নানারূপে মহামায়া' (Nanarupe Mahalaya)। যেখানে থাকবে আরও বিশেষ চমক। থাকবেন আরও পরিচিত অভিনেতারা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি চ্যানেলের তরফে। 

Advertisement
subhashree ganguly as devi durga this year on mahalaya 2021 mahishasurmardini -শুভশ্রী গাঙ্গুলী
  • 4/11

এর আগেও একাধিকবার দেবী দুর্গা রূপে সকলের মন জয় করেছিলেন শুভশ্রী। আগে মোট চারবার দুর্গা রূপে মহালয়াতে দেখা গেছে তাঁকে। যার মধ্যে তিনবারই জি বাংলার জন্য দুর্গা সেজেছিলেন নায়িকা। 
 

subhashree ganguly as devi durga this year on mahalaya 2021 mahishasurmardini -শুভশ্রী গাঙ্গুলী
  • 5/11

২০১০ সালে জি বাংলার সম্প্রচারিত 'ওই ভুবনমোহিনী মহালয়া', ২০১২ সালে '৫১ সতিপীঠ', ২০১৯ সালে '১২ মাসে ১২ রূপে দেবীবরণ মহালয়া' অনুষ্ঠানে দুর্গা হয়েছিলেন রাজ ঘরণী। 

subhashree ganguly as devi durga this year on mahalaya 2021 mahishasurmardini -শুভশ্রী গাঙ্গুলী
  • 6/11

এছাড়াও ২০১৪ সালে রূপসী বাংলা চ্যানেলে সম্প্রচারিত 'নবরূপে অদ্রিজা' - মহালয়াতেও দুর্গা সেজেছিলেন শুভশ্রী। 

subhashree ganguly as devi durga this year on mahalaya 2021 mahishasurmardini -শুভশ্রী গাঙ্গুলী
  • 7/11

এই বছর পঞ্চমবার দুর্গা তিনি। 'নানারূপে মহামায়া' - মহালয়ার এই অনুষ্ঠানের টিজার ইতিমধ্যে দর্শকদের নজর কেড়েছে। তারকা থেকে অনুরাগী সকলে শুভেচ্ছায় ভরিয়েছেন শুভশ্রীকে। 

 

Advertisement
subhashree ganguly as devi durga this year on mahalaya 2021 mahishasurmardini -শুভশ্রী গাঙ্গুলী
  • 8/11

সাদা - লাল পার শাড়িতে মহামায়া রূপে ধরা পড়ছে শুভশ্রীর মোহময়ী ও স্নিগ্ধ রূপ। কপালে সিঁদুরের বড় টিপ, সিঁথিতে চওড়া সিঁদুর, কপালে আঁকা কলকা, আলতা রাঙানো হাতে তিনি যেন একেবারে অনন্যা। 
 

subhashree ganguly as devi durga this year on mahalaya 2021 mahishasurmardini -শুভশ্রী গাঙ্গুলী
  • 9/11

'মহিষাসুরমর্দিনী' -তে দুর্গা রূপে সামনে আসা এতটাই কঠিন কাজ যে, একটু এদিক -ওদিক হলেই তীব্র সমালোচনার ভয় থাকে। কিন্তু দুর্গা রূপে শুভশ্রী যথেষ্ট সাবলীল। এই রূপে দর্শকরাও তাঁকে খুবই পছন্দ করেন। 
 

subhashree ganguly as devi durga this year on mahalaya 2021 mahishasurmardini -শুভশ্রী গাঙ্গুলী
  • 10/11

প্রসঙ্গত, দীর্ঘ বিরতির পর 'ডান্স বাংলা ডান্স'-র মাধ্যমে কাজে ফিরেছেন শুভশ্রী। নাচের এই রিয়্যালিটি শোতে বিচারক আসনে বসেছেন তিনি। এছাড়াও কিছুদিন আগেই শেষ করেছেন যাদব পরিচালিত ছবির কাজ। এই ছবিতে অঙ্কুশ হাজরার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। 
 

subhashree ganguly as devi durga this year on mahalaya 2021 mahishasurmardini -শুভশ্রী গাঙ্গুলী
  • 11/11

সমস্ত ছবি সৌজন্য:  ফেসবুক 

Advertisement