বলিউডে ড্রাগ ইস্যুতে উঠে আসছে একের পর এক নাম। শনিবার, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau) তল্লাসি চালিয়েছে কমেডিয়ান ভারতী সিং (Bharti Singh) ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া (Haarsh Limbachiya)- র মুম্বইয়ের বাড়িতে।
শনিবার মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে ভারতী সিংকে। রাতে এনসিবি দপ্তরেই রাখা হয়েছে ভারতীকে। তাঁর স্বামী হর্ষকেও জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি ।
কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদে হর্ষ ও ভারতী মাদক সেবন করার কথা স্বীকার করেছেন। এমনকি তাঁরা কোথা থেকে মাদক যোগার কঢ়তেন,সেই সূত্রটিরও সন্ধান করেছে এনসিবি ।
ভারতী সিংয়ের পরে মাদক মামলায়, রবিবার তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকেও গ্রেফতার করা হয়েছে। এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়ানখেরে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতীর মা শনিবার রাতে এনসিবির অফিসে পৌঁছেছিলেন তাঁর সঙ্গে দেখা করতে । তবে তাঁকে দেখা করতে দেওয়া হয়নি।
২১ নভেম্বর, এনসিবি খার ডান্ডা এলাকায় অভিযান চালিয়ে ২১ বছর বয়সী একটি চোরাকারবারীকে গ্রেফতার করেছে। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে এলএসডি (LSD),গাঁজা (৪০ গ্রাম) ও নিত্রেজপাম (সাইকোট্রোপিক ড্রাগ)।
এর পরে, শনিবার এনসিবি ভারতী সিংয়ের প্রযোজনা অফিস এবং বাড়ি থেকে ৮৬.৫ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।
রবিবার ভারতী সিংকে আদালতে হাজির করা হবে। তবে তাঁদের বিষয়ে আদালত কী সিদ্ধান্ত নেবে তা এখন দেখার।