scorecardresearch
 
টলিউড

প্রতি মুহূর্তেই রহস্য! মুক্তি পেল 'প্রতিদ্বন্দ্বী' ছবির পোস্টার

মুক্তি পেল 'প্রতিদ্বন্দ্বী' ছবির পোস্টার (ছবি সৌজন্য: ফেসবুক)
  • 1/8

গত ১৪ নভেম্বর প্রকাশ্যে এসেছিল ছবির টিজার। এবার মুক্তি পেল সপ্তাশ্ব বসু পরিচালিত 'প্রতিদ্বন্দ্বী' ছবির পোস্টার। ২১ নভেম্বর শহরের একটি বুক স্টোরে হয়ে গেল ছবির পোস্টার লঞ্চ অনুষ্ঠান।উপস্থিত ছিলেন প্রতিদ্বন্দ্বী ছবির পরিচালক,অভিনেতা ও অন্যান্য কলাকুশলীরা।

মুক্তি পেল 'প্রতিদ্বন্দ্বী' ছবির পোস্টার (ছবি সৌজন্য: ফেসবুক)
  • 2/8

ডার্ক থ্রিলার ঘরানার এই ছবিতে রয়েছেন রুদ্রনীল ঘোষ,শাশ্বত চ্যাটার্জি,সৌরভ দাস,সায়নী ঘোষ,রিনি ঘোষ, মাহি কর ও অন্যান্যরা। ছবির পরোতে পরোতে রয়েছে  রহস্য। মুল পোস্টারের সঙ্গে এদিন মুক্তি পেয়েছে ছবির ক্যারেক্টার পোস্টারও।

মুক্তি পেল 'প্রতিদ্বন্দ্বী' ছবির পোস্টার (ছবি সৌজন্য: ফেসবুক)
  • 3/8

'প্রতিদ্বন্দ্বী'- তে ডাঃ বক্সীর চরিত্র অভিনয় করছেন শাশ্বত চ্যাটার্জি। ছবির গল্প অনুযায়ী তাঁর ছেলে অপহরণ হয়ে যাবে স্কুল থেকে। যার ফলে তাকে খোঁজার দায়িত্ব দেওয়া হবে একজন প্রাইভেট গোয়েন্দা ও তাঁর টিমকে।

মুক্তি পেল 'প্রতিদ্বন্দ্বী' ছবির পোস্টার (ছবি সৌজন্য: ফেসবুক)
  • 4/8

রুদ্রনীল ঘোষকে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সুকুমার সেন, যিনি একজন অঙ্কের শিক্ষক। 
 

মুক্তি পেল 'প্রতিদ্বন্দ্বী' ছবির পোস্টার (ছবি সৌজন্য: ফেসবুক)
  • 5/8

সৌরভ দাস অভিনয় করছেন সিদ্ধার্থ চরিত্রে। যিনি শিক্ষাগত যোগ্যতায় একজন উকিল হয়েও শহর থেকে অপরাধ মুছে ফেলা তাঁর লক্ষ্য।

মুক্তি পেল 'প্রতিদ্বন্দ্বী' ছবির পোস্টার (ছবি সৌজন্য: ফেসবুক)
  • 6/8

অন্যদিকে মায়া অর্থাৎ সায়নী ঘোষের রাজনীতির মঞ্চে এই জীবনের যাবতীয় বেঁচে থাকার সংগ্রাম ফুটে উঠবে এই ছবিতে।

মুক্তি পেল 'প্রতিদ্বন্দ্বী' ছবির পোস্টার (ছবি সৌজন্য: ফেসবুক)
  • 7/8

ছবিতে তানিষ্কা চরিত্রে মাহি কর ও জেনি চরিত্রে অভিনয় করছেন রিনি ঘোষ।
 

মুক্তি পেল 'প্রতিদ্বন্দ্বী' ছবির পোস্টার (ছবি সৌজন্য: ফেসবুক)
  • 8/8

একের পর এক অপরাধে শহরের বুকে দানা বাঁধছে রহস্য। কিভাবে হবে এই রহস্যের উন্মোচন এবং কে'ই বা কার প্রতিদ্বন্দ্বী সেটা দেখা যাবে ছবিতে। চলতি বছরের বড়দিনে মুক্তি পাবে 'প্রতিদ্বন্দ্বী'।