scorecardresearch
 
Advertisement
বলিউড

Hum Dil De Chuke Sanam completes 22 Years: ঐশ্বর্য, সলমন, অজয়ের 'হাম দিল দে চুকে সনম'-র ২২ বছর পার! আবেগপ্রবণ শিল্পীরা

Hum Dil De Chuke Sanam completes 22 years picture হাম দিল দে চুকে সনম
  • 1/10

আজ থেকে ঠিক ২২ বছর আগে অর্থাৎ ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বনসালী (Sanjay Leena Bhansali) পরিচালিত ছবি 'হাম দিল দে চুকে সনম' (Hum Dil De Chuke Sanam)। অজয় দেবগণ (Ajay Devgn), ঐশ্বর্য রায় বচ্চন (Aishwarya Rai Bachchan) ও সলমন খানের (Salman Khan) এই ত্রিকোণ প্রেম আজও দর্শকদের মনে গেঁথে আছে। 

Hum Dil De Chuke Sanam completes 22 years picture হাম দিল দে চুকে সনম
  • 2/10

হিন্দি রোম্যান্টিক মিউজিক্যাল এই ড্রামার বাজেট ছিল প্রায় ১৬ কোটি টাকা। কিন্তু বক্স অফিসে সাফল্য মিলেছে প্রায় ৫১.৪ কোটি টাকার। যা অনেক তাবড় ছবিতেও হয় না। 

Hum Dil De Chuke Sanam completes 22 years picture হাম দিল দে চুকে সনম
  • 3/10

ছবির এত বছরের জার্নি পার। এদিকে সেই উপলক্ষে  নস্টালজিয়ায় ভেসেছেন ছবির সঙ্গে যুক্ত শিল্পী ও কলা- কুশলীরা। পুরনো ছবি শেয়ার করে তাঁরা সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন তাঁদের অনুভূতি। 

Advertisement
Hum Dil De Chuke Sanam completes 22 years picture হাম দিল দে চুকে সনম
  • 4/10

'হাম দিল দে চুকে সনম'-র বনরাজ চরিত্রে অভিনয় করেছিলেন অজয় দেবগণ। তিনি কিছু ছবি শেয়ার করে লিখেছেন, "হাম দিল দে চুকে সনম-র ২২ বছর হল। সলমন, সঞ্জয়, অ্যাশ ও আমি জানতাম আমরা একটি অত্যন্ত সংবেদনশীল ছবি তৈরি করছি। তবে এটি ইতিহাস তৈরি করবে তা কখনও ভাবিনি।"

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ajay Devgn (@ajaydevgn)

Hum Dil De Chuke Sanam completes 22 years picture হাম দিল দে চুকে সনম
  • 5/10

অন্যদিকে ছবির সমীর তথা সলমন খান লিখেছেন, "হাম দিল দে চুকে সনম-র ২২ বছর হয়ে গেল..."

 

Hum Dil De Chuke Sanam completes 22 years picture হাম দিল দে চুকে সনম
  • 6/10

এই জনপ্রিয় ছবির পরিচালক তথা প্রযোজক সঞ্জয় লীলা বনসালী। তাঁর প্রযোজনা সংস্থা থেকে সোশ্যালে পোস্ট করে লেখা হয়েছে, "আমরা তখন যেমন আবেগপ্রবণ হতাম এখনও ঠিক হই। বনরাজ, নন্দিনী ও সমীরের প্রেমের ও জীবনযাপনের ২২ উদযাপন করছি।" 

 

Hum Dil De Chuke Sanam completes 22 years picture হাম দিল দে চুকে সনম
  • 7/10

নেটিজেন থেকে বলিউডের অন্য তারকারাও এই ছবি নিয়ে তাঁদের ভাল লাগা শেয়ার করেছেন। সামনে এসেছে ছবি নেপথ্যের বেশ কয়েকটি অদেখা ছবিও। 

Advertisement
Hum Dil De Chuke Sanam completes 22 years picture হাম দিল দে চুকে সনম
  • 8/10

'হাম দিল দে চুকে সনম'-র সঙ্গীত পরিচালনা করেছিলেন ইসমাইল দরবার। এছাড়া সিনেমাটোগ্রাফি করেছিলেন অনিল মেহতা। রাজস্থানকে বেছে নেওয়া হয়েছিল শ্যুটিং লোকেশন হিসাবে। 

Hum Dil De Chuke Sanam completes 22 years picture হাম দিল দে চুকে সনম
  • 9/10

বনরাজের বিয়ে হয় নন্দিনীর সঙ্গে। কিন্তু বিয়ের পর সে জানতে পারে, তাঁর স্ত্রী, তাঁর পুরনো প্রেমিক সমীরকে এখনও ভুলতে পারেননি। বুকে পাথর রেখে বনরাজ ঠিক করেন তাঁদের দুজনের মিলন করাবেন। কিন্তু শেষমেশ নন্দিনী তাঁর স্বামীর কাছেই ফিরে আসে। এই ভাবেই 'হাম দিল দে চুকে সনম'-ছবির মূল কাহিনী এগোয়।
 

Hum Dil De Chuke Sanam completes 22 years picture হাম দিল দে চুকে সনম
  • 10/10

তবে বলাই বাহুল্য এই ছবির গান, সংলাপ, চিত্রনাট্য সবটা দেখলে ২২ বছর আগের মতোই বিনোদন হয় দর্শকদের। 'হাম দিল দে চুকে সনম' আজও সুপারহিট।'

Advertisement