scorecardresearch
 
Advertisement
বলিউড

Neena Gupta: 'চোলিকে পিছে' গানে ব্লাউজে কিছু ভরতে বলেন সুভাষ ঘাই: নীনা

নীনা
  • 1/10

তাঁর আত্মজীবনী Sach Kahun Toh মুক্তি পাওয়ার পর গত কয়েক দিন ধরে খবরের শিরোনামে বার বার জায়গা করে নিচ্ছেন অভিনেত্রী নীনা গুপ্তা (Neena Gupta)। 

নীনা
  • 2/10

তাঁর ব্যক্তিগত এবং কর্মজীবন নিয়ে নানা ঘটনা সম্পর্কে সবিস্তারে লিখেছেন নীনা। যা নিয়ে প্রবল চর্চা হচ্ছে নেট মাধ্যমে।

নীনা
  • 3/10

বইয়ে পরিচালক সুভাষ ঘাই-কে নিয়ে একটি ঘটনা শেয়ার করেছেন নীনা। যেখানে তিনি অত্যন্ত লজ্জিত বোধ করেছিলেন।

Advertisement
নীনা
  • 4/10

নীনা লিখেছেন, খলনায়ক ছবির গান চোলিকে পিছে ক্যায়া হ্যায় গানে তাঁকে প্যাডেড ব্রা পরতে একপ্রকার বাধ্য করেছিলেন পরিচালক সুভাষ ঘাই।

নীনা
  • 5/10

নীনা জানান, তিনি যখন গানটা শুনেছিলেন তাঁর বেশ ভালো লেগেছিল। গানটি ভীষণ ক্যাচি মনে হয়েছিল। কিন্তু সুভাষ ঘাই যখন তাঁকে তাঁৎ চরিত্র সম্পর্কে বোঝালেন, তাঁর সমস্ত উৎসাহ এক মুহূর্তে নিভে গিয়েছিল।

নীনা
  • 6/10

নীনা লিখেছেন, তাঁর অংশটি ইলা অরুণ গাওয়ায় বেশ খুশি হয়েছিলেন। কারণ ইলা আর তিনি বেশ ভালো বন্ধু। গুজরাতি আদাবিসী পোশাক পরিয়ে যখন সুভাষ ঘাইয়ের কাছে কস্টিউম অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয় নীনাকে।

নীনা
  • 7/10

তাঁকে দেখেই সুভাষ ঘাই চেঁচানো শুরু করেন। তিনি বলেন, না না ... কিছু ভরো। কথাটা শুনে ভীষণ লজ্জিত হয়েছিলাম। আমার মতে সুভাষ আমার ব্লাউজের বিষয় কথা বলছিলেন। আমি জানতাম এটা ব্যক্তিগত নয়, তবে হয়তো তিনি আলাদা কিছু কল্পনা করেছিলেন। সে দিন আর শুট করতে পারিনি।

Advertisement
নীনা
  • 8/10

পরদিন আমায় অন্য পোশাকে সুভাষের সামনে নিয়ে যাওযা হয়। পোশাকের নীচে ভারী প্যাডেড ব্রা পরানো হয়েছিল আমায়। সেই লুক ফাইনাল করা হয়। সুভাষ কী চান সে সম্পর্কে ভীষণ নির্দিষ্ট ছিলেন। সে কারণেই তিনি বড় পরিচালক।

নীনা
  • 9/10

১৯৯০-র দশকের এই গানটি ছবির মতোই ব্লকবাস্টার হিট হয়েছিল। গানে নীনার সঙ্গে মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় দত্ত-কেও দেখা গিয়েছিল।

নীনা
  • 10/10

ছবি সৌজন্য নীনা গুপ্তার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল

Advertisement