মাত্র তিন বছর হল পা রেখেছেন বলিউডে। এর মধ্যেই অভিনয় এবং নম্র স্বভাবের জন্য সকলের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন অভিনেত্রী জাহ্নবি কাপুর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মায়ের কাছ থেকে পাওয়া কোন শিক্ষা তিনি সব সময় মনে রাখেন।
ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে জাহ্নবি জানান, শ্রীদেবী তাঁকে সব সময় বলতেন, যে কোনও পরিস্থিতিতে শান্ত এবং বিনম্র থাকতে হবে।
'মা আমায় বলতেন, মানুষের উপর বিশ্বাস রাখতে হবে। কারও ভালো দেখে কখনও ঈর্শ্বা করবে না। অন্যের থেকে ভালো নেওয়ার চেষ্টা করবে। খারাপটা বর্জন করবে।'
সাক্ষাৎকারে জাহ্নবি আরও বলেন, অন্য খামতির দিকে না তাকিয়ে সব সময় নিজের কাজকে উন্নত করার চেষ্টা করতে বলতেন তাঁর অভিভাবক।
জীবনে খুব কম সময় সুযোগ আসে নিজেকে প্রমাণ করার। তাই নিজের ইগো সরিয়ে রেখে কাজে ফোকাস করাই ভালো। এমনটাই শিক্ষা দেন শ্রীদেবী।