scorecardresearch
 
Advertisement
বলিউড

মায়ের সঙ্গে তুলনা ভীষণ চাপের: জাহ্নবী কাপুর

জাহ্নবী
  • 1/10

ধর্মা প্রোডাকশন্স ব্যানারে ধড়ক সিনেমায় বলিউডে পা রেখেছিলেন প্রযোজক বনি কাপুর এবং শ্রীদেবী-র মেয়ে জাহ্নবী কাপুর। ইশান খট্টারের সঙ্গে জাহ্নবীর জুটি দর্শকদের খুব পছন্দ হয়েছিল।

জাহ্নবী
  • 2/10

তার পর বেশ কয়েকটি সিনেমায় মুখ দেখিয়ে ফেলেছেন জাহ্নবী। যার মধ্যে গুঞ্জন সাক্সেনার বায়োপিক এবং হরর কমেডি রুহি সামিল রয়েছে।

জাহ্নবী
  • 3/10

সম্প্রতি একটি সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছেন, মা শ্রীদেবী কোনও কিছুতে সহজে ইমপ্রেস হতেন না। ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকা মানে কিছু ভালোর সঙ্গে কিছু খারাপও সহ্য করতে হয়।

Advertisement
জাহ্নবী
  • 4/10

জাহ্নবী জানিয়েছেন, নেপেটিজম নিয়ে তাঁকেও কথা শুনতে হয়েছে। তা ছাড়া শ্রীদেবীর সঙ্গে তাঁর তুলনা অনেক সময়ই করা হয়ে থাকে। মায়ের সঙ্গে তাঁর তুলনা মাঝে মধ্যেই হয়। শ্রীদেবী নিজের সময়ের অন্যতম সেরা অভিনেত্রীদের একজন ছিলেন।

জাহ্নবী
  • 5/10

জাহ্নবী বলেন, মায়ের সঙ্গে আমার তুলনা আগেও হত। কিন্তু এখন এটা নিয়ে অতিরিক্ত চাপ অনুভব করি। এটা নিয়ে মা-ও খুব চিন্তিত থাকতেন।

জাহ্নবী
  • 6/10

প্রথম ছবি রিলিজ করার আগে মা বলেছিলেন, আমি আশা করব আমার সঙ্গে তোমার তুলনা করা হবে না। কারণ এটা তোমার প্রথম ছবি। আমি ৩০০ ছবিতে অভিনয় করেছি। আমি এটা নিয়ে আগে এথ চিন্তা করতাম না। তবে ধড়ক ছবির শুটিং করার সময় থেকে এই চাপ অনুভব করা শুরু করি।

জাহ্নবী
  • 7/10

আমি নিজের অভিনয় দিয়েই সকলের প্রশংসা অর্জন করতে চাই। যাঁরা আমার অভিনয় দেখে ভালো বলেছেন আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। কিন্তু নিজের যোগ্যতায় ইন্ড্রাস্ট্রিতে নাম করতে চাই। শ্রীদেবীর মেয়ে হিসাবে নয়।

Advertisement
জাহ্নবী
  • 8/10

সম্প্রতি মুক্তি পাওযা রুহি ছবিতে জাহ্নবীর অভিনয় প্রশংসিত হয়েছে। এ মুহূর্তে জাহ্নবীর হাতে করণ জোহরের দোস্তানা ২, তখ্ত এভং গুডলাক জেরির মতো সিনেমা রয়েছে। কিছু দিন আগে গুডলাক জেরির শুটিং শেষ করেছেন নায়িকা।

জাহ্নবী
  • 9/10

এ ছাড়া জাহ্নবী সোশাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন। দিন কতক আগে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন জাহ্নবী। সেখানকার ছবিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন নায়িকা।

জাহ্নবী
  • 10/10

প্রসঙ্গত, মেয়ের অভিনয় জগতে প্রবেশ করা নিয়ে বেশ খুশি ছিলেন শ্রীদেবী। তবে দুর্ভাগ্যের বিষয় ধড়ক মুক্তি পাওয়ার আগেই প্রয়াত হন শ্রীদেবী। দুবাইয়ের একটি হোটেলের বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে।

Advertisement