Advertisement
মনোরঞ্জন

PHOTOS: করোনা সারতেই মালদ্বীপ পাড়ি রণবীর-আলিয়ার

  • 1/12

কোভিড ১৯-জয় করে সুস্থ হওয়া পর এবার ভ্যাকেশনে রওনা দিলেন বলিউড জুটি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। 
 

  • 2/12

বিমানবন্দরে দেখা গেল এই লাভ বার্ডসকে। দুজনেই ক্যাজুয়াল পোশাকে থাকলেও তা কিন্তু বরাবরের মতো যথেষ্ট স্টাইলিশ।

  • 3/12

আলিয়া পরেছেন হলুদ রঙা ক্রপ-টপের ওপর সাদা জ্যাকেট এবং ম্যাচিং ট্রাওজার। মুখে রয়েছে কালো রঙের মাস্ক। হাতে সাদা ফ্যাশনেবল জুট ব্যাগ।
 

Advertisement
  • 4/12

অন্যদিকে রণবীরের পরনে ক্লাসিক সাদা টি- শার্ট এবং ডেনিম জিন্স। অভিনেতার মুখেও কালো রঙা মাস্ক রয়েছে। রণবীরের সঙ্গে রয়েছে সাদা রঙের ব্যাকপ্যাক। যেখানে ঝুলছে তাঁর নামের প্রথম অক্ষর আর ও কে (R and K) চাবি রিং। 

  • 5/12

বলা চলে একেবারে সাদা-কালোয় সেজেছেন রণবীর- আলিয়া। শরীরের অসুস্থতার জন্য বেশ কয়েকদিন দেখা - সাক্ষাৎ হয়নি তাঁদের। তাই এবার কোয়ালিটি টাইম কাটাতে মালদ্বীপকে বেছেছেন তাঁরা।

  • 6/12

রণবীর- আলিয়ার সম্পর্ক সামনাসামনি আসার পর থেকে পার্টি হোক বা ইভেন্ট, সর্বত্র একসঙ্গে দেখা যায় তাঁদের। গত বছর তাঁদের বিয়ের জল্পনা শোনা গিয়েছিল। তবে, সম্ভবত অতিমারী সেই প্ল্যান নষ্ট করে দিয়েছে আপাতত।  

  • 7/12

গত ৯ মার্চ রণবীর কাপুরের কোভিডে আক্রান্ত হওয়ার খবর আসে। যার জন্য ১৫ মার্চ নিজের বার্থ ডে, বয়ফ্রেন্ডকে ছাড়াই কাটান আলিয়া।
 

Advertisement
  • 8/12

এরপর ২ এপিল সামনে আসে অভিনেত্রীর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথাও। আইসোলেশনে থাকার পর সুস্থ হয়ে ওঠেন তিনি।

  • 9/12

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র'-ছবিতে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন রণবীর-আলিয়া। এই ছবিতে এছাড়াও অভিনয় করবেন অমিতাভ বচ্চন, ডিম্পল কাপাডিয়া, মৌনি রায় সহ আরও অনেকে।
 

  • 10/12

বলিউড বাদশার প্রযোজনা সংস্থা রেড চিলিস, এসআরকে পত্নী গৌরী খান (Gauri Khan) ও আলিয়া ভাটের প্রযোজনায় আসছে 'ডার্লিংস' (Darlings) ছবিটি। ডার্ক কমেডি ঘরানার এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া ভাট, বিজয় ভর্মা, রোশন ম্যাথিউ, শেফালী শাহ। এটিই আলিয়ার প্রথম প্রযোজনা। এছাড়াও তাঁর হাতে রয়েছে 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি', 'আরআরআর' এবং 'তখত'-র মতো ছবিগুলি।
 

  • 11/12

রণবীর কাপুরের পাইপলাইনে রয়েছে লাভ রঞ্জনের পরবর্তী ছবি। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন শ্রদ্ধা কাপুর। সন্দীপ রেড্ডি ভঙ্গার 'অ্যানিম্যাল' ছবিতেও অভিনয় করবেন রণবীর। এই ছবিতে এছাড়া রয়েছেন পরিণীতি চোপড়া, অনিল কাপুর এবং ববি দেওল।

Advertisement
  • 12/12

সমস্ত ছবি লেন্সবন্দী করেছেন যোগেন শাহ। 

Advertisement