মালদ্বীপে জলের নীচে এই ভিলাটির নাম 'দ্য মুরাকা'। অনেকটা জায়গা নিয়ে তৈরি এই ভিলা বেশ সুন্দর। এই ভিলায় এক রাত থাকার দাম অবাক করার মত। (ছবি: কাজল আগরওয়াল / দ্য মুরাকা)
এই ভিলায় এক রাত থাকার জন্য খরচ ৫০ হাজার ডলার। এই হোটেল / ভিলাটি তৈরি করতে খরচ হয়েছিল ১৫ মিলিয়ন ডলার। (ছবি: কাজল আগরওয়াল / দ্য মুরাকা)
বিশ্বের প্রথম জলের নিচে ভিলা দ্য মুরাকা। সমুদ্রের ওপর থেকে ১৬ ফুট গভীরে অবস্থিত। এর দেয়ালগুলি কাঁচের তৈরি। (ছবি: কাজল আগরওয়াল / দ্য মুরাকা)
সামুদ্রিক প্রাণীদের খুব সহজেই এর ভিতর থেকে দেখা যায়। ২০১৮-তে সকলের জন্য খোলা হয়েছে এই ভিলা। ভিলাটি কনার্ড মালদ্বীপ রাঙ্গালি দ্বীপের অংশ। (ছবি: কাজল আগরওয়াল / দ্য মুরাকা)
স্টিল, কংক্রিট এবং অ্যাক্রেলিক দিয়ে তৈরি এই ভিলা। ব্যক্তিগত সুরক্ষা সুব্যবস্থাও আছে এখানে। পুরো ভিলাটি বেশ সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। (ছবি: কাজল আগরওয়াল / দ্য মুরাকা)
কাজল আগরওয়ালের শেয়ার করা ছবিতে তাঁদের বেডরুমের ছবিও দেখা গেছে। বেডরুমের ছবি অনেকটা এমন। (ছবি: কাজল আগরওয়াল / দ্য মুরাকা)
৩০ অক্টোবর গৌতম কিচলুর সঙ্গে কাজল আগরওয়ালের বিয়ে হয়। বিয়ের ঠিক পরেই তাঁরা হানিমুনে চলে যান মালদ্বীপে। (ছবি: কাজল আগরওয়াল / দ্য মুরাকা)
শুধুমাত্র পারিবারিক সদস্যদের নিয়েই বিয়ের অনুষ্ঠান হয়েছিল। কাজলের বিয়ে নিয়ে খুব আলোচনাও হয়েছে। (ছবি: কাজল আগরওয়াল / দ্য মুরাকা)
কাজলের স্বামী গৌতম কিচলু ডেসার্ন লিভিং ডিজাইন শপের প্রতিষ্ঠাতা। তাছাড়াও গৌতম একজন ইন্টেরিয়র ডিজাইনারও। (ছবি: কাজল আগরওয়াল / দ্য মুরাকা)
গৌতম কিচলুর সংস্থা আসবাবপত্র, পেইন্টিং এবং অন্যান্য গৃহস্থালী সামগ্রী বিক্রি করে। (ছবি: কাজল আগরওয়াল / দ্য মুরাকা)
দক্ষিণী চলচ্চিত্রে কাজল আগরওয়াল খুবই জনপ্রিয়। বলিউডে অজয় দেবগণের বিপরীতে 'সিংহম' ছবিতে তাঁকে দেখা যায়। (ছবি: কাজল আগরওয়াল / দ্য মুরাকা)