Advertisement
মনোরঞ্জন

'তীরন্দাজ শবর' নিয়ে আসছেন অরিন্দম শীল, হয়ে গেল মহরৎ

  • 1/7

'এবার শবর', 'ঈগলের চোখ', 'আসছে আবার শবর'-এর পর পরিচালক অরিন্দম শীলের শবর ফ্যাঞ্চাইজির তৃতীয় ছবি 'তীরন্দাজ শবর'। মহরত হয়ে গেল সদ্যই। প্রযোজনায় ক্যামেলিয়া প্রোডাকশন। (ছবি: ফেসবুক)

  • 2/7

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অপ্রকাশিত উপন্যাস 'তীরন্দাজ' অবলম্বনে এই ছবি। এবারও শবর দাশগুপ্তের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়। (ছবি: ফেসবুক)

  • 3/7

শুভ মহরতে হাজির পরিচালক সহ ছবির অন্যান্য কলাকুশলীরা। এই মুহূর্তে কলকাতার বাইরে শাশ্বত চট্টোপাধ্যায়, তাই হাজির থাকতে পারেননি তিনি। (ছবি: ফেসবুক)

Advertisement
  • 4/7

শবর দাশগুপ্তর সহকারী নন্দর চরিত্রেও থাকছেন একই অভিনেতা শুভ্রজিৎ দত্ত। এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে নাইজেল আকারা, শঙ্কর চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, অনির্বাণ চক্রবর্তী, জয়দীপ কুন্ডু, দিগন্ত বাগচি সহ আরও অনেককে। (ছবি: ফেসবুক)

  • 5/7

ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে বিক্রম ঘোষ। ক্যামেরায় মধুরা পালিত। (ছবি: ফেসবুক)

  • 6/7

প্রথমবার অরিন্দম শীলের সঙ্গে কাজ করতে চলেছেন নাইজেল আকারা। (ছবি: ফেসবুক)

  • 7/7

আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হবে 'তীরন্দাজ শবর'-এর শুটিং। (ছবি: ফেসবুক)

Advertisement