Advertisement
মনোরঞ্জন

স্পোর্টস ব্রা পরে যোগাসন করিনার! 'মম টু বি'-র বেবি বাম্প দেখে বোঝাই যাচ্ছে শীঘ্রই মিলবে সুখবর

  • 1/12

দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)‌। প্রায় ৯ মাসের গর্ভবতী তিনি‌।
 

  • 2/12

গত অগস্টে করিনা ও সইফ সকলের সঙ্গে শেয়ার করেছেন তাঁদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে সেই কথা। এরপর থেকে বিভিন্ন সময়ে ধরা পড়েছে তাঁর বেবি বাম্প।
 

  • 3/12

 প্রেগনেন্সির এই স্টেজে চলছে অল্প বিস্তর কাজ। সোমবার শ্যুটিং ফ্লোর থেকে 'মম টু বি' শেয়ার করলেন বেবি বাম্প লুক (Baby Bump Look)।

Advertisement
  • 4/12

সামনে এল একটি নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনের শ্যুটের মাঝে তাঁর বেবি বাম্প পোজ। হালকা গোলাপী রঙা স্পোর্টস অয়্যারে তাঁর ছবি দেখেই বোঝা যাচ্ছে আর হাতে গোনা দিনের অপেক্ষা নতুন অতিথি আসার। 

  • 5/12

এই অবস্থাতেই যোগ ব্যায়াম করছেন অভিনেত্রী। কালো রঙা স্পোর্টস অয়্যারে ধরা পড়েছে সেই চিত্র।

 

  • 6/12

গত মাসে লম্বা ভ্যাকেশন শেষ করে মুম্বইয়ে ফিরেই কাজে যোগ দিয়েছিলেন বেবো। তখনও শেয়ার করেছিলেন এইরূপ বেশ কিছু ছবি। 

  • 7/12

সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন,"সেটে আমরা দু'জন..."
 

Advertisement
  • 8/12

 গর্ভবতী অবস্থায় খোলামেলা পোশাকে করিনার মেটারনিটি স্টাইলও ফ্যাশনে ইন। তাঁকে দেখে অনায়াসেই নিজেদের স্টাইল স্টেটমেন্ট প্ল্যান করতে পারেন হবু মায়েরা। 

 

  • 9/12

করিনার বিভিন্ন সময়ের পোস্ট দেখেই বোঝা যাচ্ছে  তিনি ভরপুর উপভোগ করছেন দ্বিতীয়বারের মাতৃত্বকালীন অনুভূতি‌।

  • 10/12

নতুন বছরের শুরুতেই নতুন বাড়িতে থাকছেন সইফ আলী খান এবং করিনা কাপুর খান। তাঁদের নতুন বাড়ির বেডরুমের ছবিও শেয়ার করেছেন করিনা।

  • 11/12

এছাড়াও বেবোকে তাঁর গার্ল গ্যাঙের সঙ্গে পার্টি করতেও দেখা গেছে নতুন বাড়িতে। সকলে ছিলেন একেবারে ঘরোয়া মেজাজে। 'মম টু বি' পরেছিলেন কাফটান। আড্ডার মাঝেই পোজ দিয়েছেন করিনা, মালাইকা, অমৃতা সহ অন্যান্যরা।

Advertisement
  • 12/12

নবাব পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। তাই করিনার প্রতিটা পোস্টেই তাঁকে শুভ কামনায় ভরিয়ে দিচ্ছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীরা।

(ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)
 

Advertisement