Advertisement
মনোরঞ্জন

Varun Natasha Wedding Photos: বরুণ-নতাশার জাঁকজমক বিয়ে আলিবাগে! দেখুন সেই ছবি

বিয়ে সম্পন্ন বরুণের
  • 1/7

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা বরুণ ধাওয়ান (Varun Dhawan) ও নতাশা দালাল (Natasha Dalal)। আলিবাগের একটি রিসর্টে বিয়ে হয় তাঁদের। বিয়ের পর সংবাদমাধ্যমের সামনে আসেন তাঁরা। 

ধন্যবাদ জানালেন নবদম্পতি
  • 2/7

যদিও বেশ কয়েকদিন ধরেই ওই রিসর্টের সামনে পাপারাৎজিদের ভিড় লেগে ছিল। বিয়ের পর প্রকাশ্যে এসে ভক্তকুল, সংবাদমাধ্যম ও বন্ধুবান্ধবদের ধন্যবাদ জানান তাঁরা। 
 

আলোকচিত্রীদের সঙ্গে মজা
  • 3/7

নবদম্পতিকে দেখেই ছবি তুলতে ব্যস্ত হয়ে ওঠেন আলোকচিত্রীরা। তাঁদের বিয়ের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নববধূকে ক্যামেরার দিকে লুক দেওয়ার জন্য চিৎকারও করে ওঠেন কেউ কেউ। আলোকচিত্রীদের কাণ্ড দেখে একসময় মজার ছলে বরুণকে বলতে শোনা যায়, 'আরাম সে আরাম সে, বেচারি ভয় পেয়ে যাবে'। যা শুনে হেসে ওঠেন নতাশাও। 
 

Advertisement
সোশ্যাল মিডিয়ায় ঘোষণা
  • 4/7

সোশ্যাল মিডিয়াতেও নিজের বিয়ের কথা ঘোষণা করে ছবি শেয়ার করেছেন বরুণ ধাওয়ান। ২টি ছবি শেয়ার করেছেন বরুণ।

'সারা জীবনের প্রেম আজ সম্পূর্ণ হল'
  • 5/7

একটিতে তাঁরা বিয়ের মণ্ডপে বসে রয়েছেন, অন্যটিতে দেখা যাচ্ছে ৭ পাকে আবদ্ধ হচ্ছেন তাঁরা। ছবিতে বরুণ লিখেছেন, 'সারা জীবনের প্রেম আজ সম্পূর্ণ হল'।
 

বিয়েতে ছিলেন ঘনিষ্ঠরা
  • 6/7

বিয়েতে পরিবারের সদস্যরা ছাড়াও ছিলেন নিকট বন্ধুবান্ধব। বলিউড থেকে বিয়েতে ছিলেন করণ জোহর, মণীষ মালহোত্রা, কুণাল কোহলি।

নবদম্পতিকে শুভেচ্ছা
  • 7/7

বরুণের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে। নবদম্পতিকে শুভেচ্ছাও জানাচ্ছেন সকলে।    

Advertisement