Advertisement
মনোরঞ্জন

পরিবারে ছোট্ট অতিথি আসার আগেই নতুন বাড়ি সইফ-করিনার! ছবি প্রকাশ্যে

  • 1/9

নতুন বছরের শুরুতেই নতুন বাড়িতে থাকছেন সইফ আলী খান এবং করিনা কাপুর খান। তাই েই মুহূর্তে তাঁরা খুবই উত্তেজিত। 

  • 2/9

তাঁদের নতুন বাড়ির বেডরুমের ছবি শেয়ার করেছেন করিনা। ইতিমধ্যেই ছবিটি ঘুরছে নেট পাড়ায়। 
 

  • 3/9

নবাব পরিবার বলে কথা। তাই সবকিছুই নবাবি। বাড়িতে  একটি ঘরের একাংশের ছবিতে কাঠের টাইলস, ফ্রেম করা ছবি দেয়ালে সুন্দর করে টাঙানো, বড় বড় কাঁচের দরজা। বোঝাই যাচ্ছে খুবই সুন্দর সম্পূর্ণ ঘরটি। 

 

Advertisement
  • 4/9

 এমনকি করিনা তাঁর অন্যান্য অনেক ছবিতেই সকলকে আভাস দিয়েছিলেন এই নতুন সূচনার। তিনি লিখেছিলেন, "নতুন শুরুর দরজা...।"

  • 5/9

অন্যদিকে পরিবারে নতুন অতিথি আসতে আর হাতে গোনা দিন বাকি। সেই জন্যেই হয়তো তড়িঘড়ি নতুন বাড়িতে থাকা শুরু করেছেন তাঁরা। 

  • 6/9

কিছুদিন আগেই করিশ্মা কাপুর, বোন করিনার সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন। 

  • 7/9

 বেবোকে তাঁর গার্ল গ্যাঙের সঙ্গে পার্টি করতেও দেখা গেছে নতুন বাড়িতে। সকলে ছিলেন একেবারে ঘরোয়া মেজাজে। 'মম টু বি' পরেছিলেন কাফটান।

Advertisement
  • 8/9

আরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে কয়েকদিন ধরে। যেখানে ছাদে আড্ডার মাঝে পোজ দিয়েছেন করিনা, মালাইকা, অমৃতা সহ অন্যান্যরা।

  • 9/9

শোনা যাচ্ছে, নবাব-বেগমের নতুন এই বাড়িটি একেবারে অন্য ভাবে সাজানো হয়েছে। বাড়িতে রয়েছে একটি লাইব্রেরী, নার্সারি, বড় রুম একটি বড় ছাদ রয়েছে।

 

 

(ছবি সৌজন্য: ইনস্টাগ্ৰাম)

Advertisement