হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে। এই নিয়ে ‘তাণ্ডব’ ওয়েব সিরিজের বিরুদ্ধে অভিযোগে দায়ের করেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম। সেই অভিযোগের ভিত্তিতেই অ্যামাজন প্রাইম–এর কাছে জবাবদিহি চেয়ে পাঠাল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
এখানেই শেষ নয়। ‘তাণ্ডব’–এর নির্মাতা এবং অ্যামাজন প্রাইম স্ট্রিমিং চ্যানেলের বিরুদ্ধে মামলা হয়েছে উত্তরপ্রদেশের এক থানায়। গ্রেফতারির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। লখনউয়ের হজরতগঞ্জ থানায় দায়ের হয়েছে এই এফআইআর। করেছেন ওই থানারই এক সাব–ইনস্পেক্টর।
সিরিজের পরিচালক, প্রযোজক, লেখক এবং অ্যামাজন প্রাইমকে এফআইআরে অভিযুক্ত করা হয়েছে। তার পরেই ট্যুইটারে সেই এফআইআর–এর প্রতিলিপি পোস্ট করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টা শলাভ মণি ত্রিপাঠি। তিনি লিখেছেন, ‘যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে মানুষের ভাবাবেগ নিয়ে খেলা সহ্য করা হবে না। তাণ্ডব–এর নেপথ্যে থাকা গোটা দলের বিরুদ্ধে গুরুতর মামলা দায়ের হয়েছে। সস্তা ওয়েবসিরিজের মোড়কে হিংসা ছড়ানো হচ্ছে। গ্রেফতারির জন্য তৈরি থাকুন।’
এফআইআর–এ সাব ইনস্পেক্টর জানিয়েছেন, ‘প্রথম এপিসোডে ১৭ মিনিট ধরে অভিনেতারা হিন্দু দেব–দেবীদের তুলে ধরতে খুব খারাপভাবে পোশাক পরেছেন। এভাবে আসলে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে।’ আরও অভিযোগ, সিরিজে জাতিভেদ দেখানো হয়েছে। প্রধানমন্ত্রী চরিত্রটিকেও খারাপভাবে দেখানো হয়েছে।
এদিকে 'বয়কট তাণ্ডব’ থেকে এখন ‘বয়কট বলিউড’-এ পরিণত হয়েছে ট্যুইটার ট্রেন্ড। উদ্দেশ্য প্রণোদিত ভাবে হিন্দুধর্মে আঘাত করার অভিযোগ উঠেছে বলিউডের বিরুদ্ধে। আর সেই রণধ্বনির আতঙ্কে বাধ্য হয়ে সইফ আলি খানের বাড়ির সামনে বসানো হয়েছে পুলিশ পিকেটিং।
Photo: Yogen Shah
পুরনো বাড়ির কাছাকাছিই নতুন বাড়ি কিনেছেন সইফিনা। এই পরিস্থিতিতে নতুন বাড়িতে শিফট করছে সইফ আলির পরিবার। বিভিন্ন ভিডিয়োয় দেখা গিয়েছে, পুলিশি নিরাপত্তার সাহায্যে বাড়ি শিফটিংয়ের কাজ চলছে। কার্পেট, খেলনা, প্রভৃতি জিনিসপত্র নিয়ে যাতায়াত করছেন সইফ আলির কর্মীরা।
Photo: Yogen Shah
আঁটোসাটো করা হয়েছে সইফের বাড়ির নিরাপত্তা। মুম্বই পুলিশের তরফেও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পতৌদির নবাবের মুম্বইয়ের আবাসন।
Photo: Yogen Shah