Advertisement
মনোরঞ্জন

Katrina Kaif-Vicky Kaushal Haldi Photos: ভিকির গালে হলুদ মাখিয়ে দিচ্ছেন 'কনে' ক্যাটরিনা! দেখুন 'ViKat'-র প্রেমমাখা মুহূর্তের PHOTOS

  • 1/12

 ৯ ডিসেম্বর চার হাত এক হয়েছে বলিউড জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের। রাজস্থানের সওয়াই মাধোপুরের, সিক্স সেন্স ফোর্ট বারওয়ারায় সাত পাকে বাঁধা পড়েন 'ভিক্যাট'। 

  • 2/12

বিয়ে সম্পন্ন হওয়ার পর বেশ কয়েকটি ছবি সকলের সঙ্গে শেয়ার করেছিলেন 'ভিক্যাট'। কমেন্ট বক্সে তারকা থেকে শুরু করে ফ্যানেরা, ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা বার্তায়। 

  • 3/12

ঠিক দু'দিন পরে সোশ্যাল পেজে আরও বেশ কয়েকটি ছবি শেয়ার করলেন, তারকা জুটি। এবার সামনে এল তাঁদের গায়ে হলুদের বেশ কিছু মুহূর্ত। 

Advertisement
  • 4/12

ভিকির গালে নিজের হাতে হলুদ লাগিয়ে দিচ্ছেন কনে ক্যাটরিনা। দু'জনের চোখে- মুখে উজ্জ্বল হাসি। একে অপরের সঙ্গে তাঁরা কতটা খুশি, তা প্রতিফলিত হচ্ছে ছবিতে। 

  • 5/12

গায়ে হলুদে ভিকি -ক্যাট দু'জনেই ম্যাচিং করে সাদা ট্রাডিশনাল পোশাকে সেজেছেন। ক্যাটরিনা সেই সঙ্গে পরেছেন মানানসই জুঁই ফুলের গয়না। 

  • 6/12

খোলা চুলে 'কনে' ক্যাটের থেকে যেন চোখ ফেরাতে পারছেন না ভিকি কৌশল। বিভিন্ন ছবিতে বোঝা যাচ্ছে একে অপরকে যেন  চোখে হারাচ্ছেন বলিউডের এই মুহূর্তের সবচেয়ে চর্চিত জুটি। 


 

  • 7/12

গায়ের হলুদের দিন স্নানের সময় খালি গায়ে ভিকির গলায় রয়েছে গোলাপি রঙা ওড়রা, চোখে সানগ্লাস। তাঁর 'বয়েজ ব্রিগেড' মজা করে তাঁর মাথায় ঢাললেন এক বালতি জল। 
 

Advertisement
  • 8/12

আগেই আজতক বাংলা জানিয়েছিল, 'ভিক্যাট' -র  সঙ্গীত, হলুদ, মেহেন্দি থেকে বিয়ে সব অনুষ্ঠানেই থাকবে আলাদা থিম। প্রাকশ্য আসা ছবিগুলি দেখেই বোঝা যাচ্ছে, সেই মতই সেজেছেন সকলে। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

  • 9/12

বিয়ের আগের ভিকিও তাঁর ফিটনেসের উপর যথেষ্ট নজর দেন। নিয়মিত জিম ছাড়াও, স্পেশাল ডায়েট ফলো করেছেন তিনিও। বিয়েতে ভিকি পরেছিলেন, সব্যসাচীর ডিজাইন করা আইভোরি সিল্ক শেরওয়ানি। মাথায় ছিল ম্যাচিং পাগড়ি। 
 

  • 10/12

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই বিয়ের ৭৫ শতাংশ খরচ বহন করছেন ক্যাট নিজেই। যাতায়াত, সুরক্ষা এবং অতিথিদের সমস্ত খরচের দেখভাল করার দায়িত্ব সামলেছেন নায়িকা। এমনকী এই সংক্রান্ত সমস্ত বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন তিনি নিজেই। অন্যদিকে ভিকি বহন করছেন বিয়ের ২৫ শতাংশ খরচ। 
 

  • 11/12

বিয়েতে, সব্যসাচীর ডিজাইন করা লাল রঙা লেহেঙ্গায়, বধূবেশে সেজেছিলেন ভিকি ঘরণী। গজরা, চুড়া, নথ, মাঙ্গ টিকায় নায়িকা যেন আরও সুন্দরী হয়ে উঠেছিলেন। বিয়ের আগে থেকেই 'নো কার্ব ডায়েট' ফলো করছিলেন ক্যাটরিনা কাইফ। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

Advertisement
  • 12/12

শুক্রবার, বিয়ের ঠিক পরের দিন সকালে প্রাইভেট হেলিকপ্টারে চড়ে ভেন্যু থেকে বেড়িয়ে আসতে দেখা যায় নবদম্পতিকে। এদিন একেবারে হালকা রঙের ফ্লোরাল প্রিন্টের সালোয়ার স্যুট পরেছিলেন ক্যাটরিরা। অন্যদিকে ভিকির পরনে, গাঢ় নীল স্যুট। 

Advertisement