scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

ঠোঁটকাটা, রাখির ঠোঁটে Open Kiss করলেন 'Fake Husband' সতীশ, ভাইরাল

আবার রাখি
  • 1/9

বিগ বস-১৫ এ এবার রাখি সাওয়ান্ত ফ্য়ানদের ব্যাপক এন্টারটেন করেছেন। তাঁর আন্দাজ ভক্তদের ব্যাপক আনন্দ দিচ্ছে। এবার তিনি তার স্বামীর সঙ্গে এসেছেন বিগ বস-এ।

আবার রাখি
  • 2/9

তাঁর স্বামীর সঙ্গে তাঁর কেমিস্ট্রি দর্শকদের কাছে খোরাক। যদিও এটা তার আসল না নকল স্বামী, তা নিয়ে দর্শকদের মধ্যে দ্বিধা রয়েছে। যাই হোক এবার তাঁকে প্রথমবার হাউসে রোমান্টিক মুডে দেখা গিয়েছে।

আবার রাখি
  • 3/9

বিগ বসের ঘরে তাঁরা ঘনিষ্ঠ মুডে নজরে এসেছেন। রাখি সাওয়ান্ত এবং তাঁর স্বামীর হরিশ লিপ-লক করতে নজরে এসেছেন। যা নিয়ে হইচই শুরু হয়েছে।

Advertisement
আবার রাখি
  • 4/9

ঘরে রোমান্টিক আবহাওয়া তৈরি করেন দেন রীতেশ। ঘরভর্তি সদস্যদের সামনে রাখিকে জড়িয়ে ধরে ঠোঁটে চুম্বন এঁকে দেন। রাখির মতো ঠোঁটকাটা মহিলাও লজ্জায় লাল হয়ে গেলেন।

আবার রাখি
  • 5/9

দেখা গিয়েছে, যে গার্ডেন এরিয়াতে সকলে বসে রয়েছেন। সেখানে রাখি ও সতীশকে দাঁড়িয়ে থাকতে দেখে সকলে কিস কিস কিস চেঁচাতে থাকেন। তারপরই লজ্জার মাথা খেয়ে প্ররোচনায় পা দেন তাঁরা।

আবার রাখি
  • 6/9

এরপর রাখির কাছে এগিয়ে আসেন সতীশ। তাঁকে হালকা জড়িয়ে ধরে চুম্বন এঁকে দেন সতীশ। ন্যাশনাল টেলিভিশনে ওপেন কিস করে দেওয়ার পর দুজনেই লজ্জা পেয়ে যান।

 

আবার রাখি
  • 7/9

ব্যাস, আর কী! রাখি এবং রীতেশের এই ভিডিও টেলিকাস্ট হতেই, ঝড়ের মতো ভাইরাল হয়ে যায়। একের পর এক চোখা চোখা কমেন্ট আসতে শুরু করে।

Advertisement
আবার রাখি
  • 8/9

রাখিকে শোতে আসার পর থেকেই অভিযোগ করতে দেখা গিয়েছে যে, শো-তে তাঁর স্বামী কাছে আসেন না। দূরে দূরে থাকেন। বলেন, সবাই দেখছে।

আবার রাখি
  • 9/9

তারপরই সতীশের এই কাণ্ড। যদিও ফ্য়ানেরা রাখির ভিডিও-র পাশে ছবি পোস্ট করে দিয়েছেন সতীশ ও তার স্ত্রী ও সন্তানের। পাশাপাশি রাখির ফেক স্বামী বলে দাবি করেছেন। সত্য অবশ্য জানা যায়নি।

Advertisement