scorecardresearch
 
বলিউড

Katrina Kaif- Vicky Kaushal Post Wedding: বিয়ে সেরেই প্রাইভেট কপ্টারে ভিকি-ক্যাটরিনা, কোথায় চললেন?

Katrina Kaif Vicky Kaushal Post Wedding Photos- ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ
  • 1/9

৯ ডিসেম্বর চার হাত এক হয়েছে বলিউড জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের। রাজস্থানের সওয়াই মাধোপুরের, সিক্স সেন্স ফোর্ট বারওয়ারায় সাত পাকে বাঁধা পড়েন 'ভিক্যাট'। বিয়ের ঠিক পরের দিন, শুক্রবার সকালে প্রাইভেট হেলিকপ্টারে চড়ে ভেন্যু থেকে বেড়িয়ে এলেন নবদম্পতি। 

Katrina Kaif Vicky Kaushal Post Wedding Photos- ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ
  • 2/9

ভিকি ও ক্যাটের যে কোনও ছবি নেটমাধ্যমে আসার সঙ্গে সঙ্গে ভাইরাল হচ্ছে। হেলিপ্টারের এই ছবিগুলিতে দেখা যাচ্ছে, নববধূ ক্যাটরিনা পরেছেন, একবারে হালকা রঙের ফ্লোরাল প্রিন্টের সালোয়ার স্যুট। অন্যদিকে ভিকির পরনে, গাঢ় নীল স্যুট। 

Katrina Kaif Vicky Kaushal Post Wedding Photos- ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ
  • 3/9

বলাই বাহুল্য ডেসটিনেশন ওয়েডিং ভেন্যুর বাইরে ছিল পাপারাৎজিদের ভিড়। তবে তাঁদের বহু ডাকাডাকিতেও, হাত দেখাননি ভিকি। উল্টে কপ্টারে চড়ে সোজা রওনা দেন সেখান থেকে। আন্দাজ করা হচ্ছে, মুম্বই বিমানবন্দরে দেখা যাবে তাঁদের এবং তখনই প্রথমবার জনসাধারণের সামনে আসবেন তাঁরা। 

Katrina Kaif Vicky Kaushal Post Wedding Photos- ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ
  • 4/9

যদিও এদিন ভিকি- ক্যাটরিনার সঙ্গে তাঁদের টিম ছাড়া আর কোনও পরিবারের সদস্যদের দেখা যায়নি। এছাড়াও হোটেলের স্টাফদেরও দেখা এদিন দু'জনের সঙ্গে। কপ্টারের আশেপাশে ছিল পুলিশের কড়া নিরাপত্তা ঘেরায়। 
 

Katrina Kaif Vicky Kaushal Post Wedding Photos- ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ
  • 5/9

বিয়েতে, সব্যসাচীর ডিজাইন করা লাল রঙা লেহেঙ্গায়, বধূবেশে সেজেছিলেন ভিকি ঘরণী। গজরা, চুড়া, নথ, মাঙ্গ টিকায় নায়িকা যেন আরও সুন্দরী হয়ে উঠেছিলেন। বিয়ের আগে থেকেই 'নো কার্ব ডায়েট' ফলো করছিলেন ক্যাটরিনা কাইফ। 
 

Katrina Kaif Vicky Kaushal Post Wedding Photos- ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ
  • 6/9

বিয়ের আগের ভিকিও তাঁর ফিটনেসের উপর যথেষ্ট নজর দেন। নিয়মিত জিম ছাড়াও, স্পেশাল ডায়েট ফলো করেছেন তিনিও। বিয়েতে ভিকি পরেছিলেন, সব্যসাচীর ডিজাইন করা আইভোরি সিল্ক শেরওয়ানি। মাথায় ছিল ম্যাচিং পাগড়ি। 
 

Katrina Kaif Vicky Kaushal Post Wedding Photos- ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ
  • 7/9

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের 'বিগ ফ্যাট ওয়েডিং' -এ অতিথিদের জন্য বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে। এমনকী অতিথিদের এনডিএ -তে সই করতে হয়েছে বলে খবর। তাঁরা কেউই ভেন্যুতে মোবাইল ব্যবহার করতে পারবেন না। কোনও ছবি তুলতে পারবেন না, এমনকী সোশ্যাল মিডিয়াতেও কোনও ছবি শেয়ার করতে পারবেন না। ভেন্যুর বিষয় কাউকে তো বলাই যাবে না, সেই সঙ্গে একবার সেখানে প্রবেশের পর, বাইরের কারও সঙ্গে যোগাযোগ করা যাবে না। ভেন্যুতে কোনও রিল বা ভিডিও বানানো যাবে না। যাঁদের কাছে শুধুমাত্র গোপন 'কোড' থাকবে, তাঁরাই শুধু বিয়েতে প্রবেশাধিকার পেয়েছন। 
 

Katrina Kaif Vicky Kaushal Post Wedding Photos- ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ
  • 8/9

 ভিকি এবং ক্যাটরিনার বিয়েতে বেশি তারকার সমাবেশ ছিল না। অতিথিদের তালিকায় করণ জোহর, ফারাহ খান, কবির খান, মিনি মাথুর এবং রোহিত শেট্টি, নেহার ধুপিয়ার মতো তারকারা। তবে শোনা যাচ্ছে, মুম্বইতে হবে তাঁদের গ্র্যান্ড রিসেপশন। 

Katrina Kaif Vicky Kaushal Post Wedding Photos- ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ
  • 9/9

সমস্ত কপ্টারের ছবি সৌজন্য: যোগেন শাহ