scorecardresearch
 
ওটিটি

Homosexuality: একে অপরের প্রেমে পড়েছেন ইন্দ্রাশিস-অনিন্দ্য! সিদ্ধান্ত নিলেন বিয়ের...

Amra 2Gayther new web series starring Indrasish Roy Anindya Chatterjee on homosexuality
  • 1/9

'সমকামিতা' বর্তমানে একটি বহু পরিচিত শব্দ। কটাক্ষ, চোখ রাঙানি সব কিছুর মধ্যেও সমাজেরর কিছু মানুষ প্রতিদিন স্বপ্ন দেখেন তাঁদের মনের মানুষের সঙ্গে সুস্থ -স্বাভাবিক জীবনযাপনের। সমলিঙ্গের কোনও ব্যক্তিকে ভালোবাসা নিয়ে বিভিন্ন আলোচনা, তরজা, মিছিল, প্রতিবাদ হলেও, দেশে এখনও সমকামীদের জীবন সহজ নয়।

Amra 2Gayther new web series starring Indrasish Roy Anindya Chatterjee on homosexuality
  • 2/9

এবার এটাকেই নিজেদের নতুন রম-কম ওয়েব সিরিজ 'আমরা টুগেদার'-র বিষয়বস্তু হিসাবে বেছে নিয়েছেন পরিচালক জুটি অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়। 

Amra 2Gayther new web series starring Indrasish Roy Anindya Chatterjee on homosexuality
  • 3/9

সিরিজের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাশিস রায়, অনিন্দ্য চ্যাটার্জি, সুদীপ্তা চক্রবর্তী, পূজারিনী ঘোষ, পৌলমী দাস, সুদীপ মুখার্জী, পল্লবী চ্যাটার্জী এবং আরজে অয়ন্তিকাকে। অতিথী শিল্পী হিসাবে দেখা যাবে সঙ্গীত শিল্পী সিদ্ধার্থ রায় (সিধু), গৌরব চট্টোপাধ্যায় (গাবু) এবং আরজে শেখরকে। 

Amra 2Gayther new web series starring Indrasish Roy Anindya Chatterjee on homosexuality
  • 4/9

একটি ছেলে প্রেমে পড়েছে এবং সে বিয়ে করতে চায়, কিন্তু তার বাবা এই বিষয়টি মেনে নিতে নারাজ। এই না মেনে নেওয়ার বড় কারণ আসলে ছেলের 'পছন্দ'! সাধারণ অর্থে এটি একটি সাধারণ প্রেম কাহিনি বলে মনে হলেও, 'আমরা টুগেদার'-র গল্পের ক্ষেত্রে তা একটু আলাদা। 
 

Amra 2Gayther new web series starring Indrasish Roy Anindya Chatterjee on homosexuality
  • 5/9

কারণ এটি দুটি ছেলের একে অপরকে ভালোবাসার গল্প। দু'জনের মধ্যে একজন রেডিও জকি। প্রেমে হাবুডুবু খাচ্ছে দু'জনেই। বিয়ে করার সিদ্ধান্ত নেয় তাঁরা। যা একেবারেই মেনে নিতে পারেন না,  রেডিও জকির মহিলা সহকর্মী।  
 

Amra 2Gayther new web series starring Indrasish Roy Anindya Chatterjee on homosexuality
  • 6/9

অন্যদিকে ছেলেটির বাবা তাঁর এই বিয়ের বিপক্ষে থাকলেও, মায়ের সহায়তা পায় সে। সম্পূর্ণ নতুন একটি জীবনযাত্রা শুরু হয়। এভাবেই গল্প এগিয়ে যায়... তবে 'কাহানি ম্যায় হ্যায় ট্যুইস্ট!'
 

Amra 2Gayther new web series starring Indrasish Roy Anindya Chatterjee on homosexuality
  • 7/9

শেষ পর্যন্ত ভালোবাসার জয় হয়ে, 'হ্যাপি এন্ডিং' হবে? নাকি একেবারে অন্যদিকে মোড় নেবে গল্প? সেই প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই। সব ঠিক থাকলে ডিসেম্বর মাসেই 'ক্লিক' ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে এই ওয়েব সিরিজ।   
 

Amra 2Gayther new web series starring Indrasish Roy Anindya Chatterjee on homosexuality
  • 8/9

দীপান্বিতা সামন্তের প্রযোজনায় এবং অ্যা ফিংগারক্রস ফ্যাশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট ভেঞ্চার প্রাইভেট লিমিটেডের ব্যানারে আসছে এই নতুন সিরিজ। 

Amra 2Gayther new web series starring Indrasish Roy Anindya Chatterjee on homosexuality
  • 9/9

'আমরা টুগেদার'-র গল্প লিখেছেন সাগ্নিক চট্টোপাধ্যায়, সম্পাদনা শান্তনু মুখোপাধ্যায়ের এবং সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন রাহুল তন্ময় শুভ্র।