Advertisement
মনোরঞ্জন

Kiara Advani: নিয়ন রঙা বিকিনিতে জলের নীচে আগুন ঝরাচ্ছেন কিয়ারা! দেখুন Photos

  • 1/9

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি তাঁর ফ্যানেদের জন্য একটি থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন নিজের ইন্সটা প্রোফাইলে। ছবিটি সামনে আসা মাত্রই নেটিজেনরা উষ্ণ ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন নায়িকাকে। 

  • 2/9

কী আছে ছবিটিতে? আসলে নীল জলের নীচে নিয়ন রঙা বিকিনিতে সকলের নজর কেড়েছেন কিয়ারা। যা দেখা মাত্রই লাইক, কমেন্টে ভরেছে তাঁর সোশ্যাল পেজ। ছবিটির সঙ্গে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "ঢেউ থামানো যায় না, কিন্তু সাঁতার তো শেখা যায়"।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

  • 3/9

গত ডিসেম্বর মাসে বয়ফ্রেন্ড- অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে মালদ্বীপ ভ্যাকশনে গিয়েছিলেন কিয়ারা আদভানি। সেই সময়ে বহু ছবি সামনে এসেছিল। 
 

Advertisement
  • 4/9

সেই ট্রিপে নায়িকার ৩৬ হাজারি সানগ্লাস যথেষ্ট আলোচনায় ছিল। চুটিয়ে বিশেষ মুহূর্ত উপভোগ করেছিলেন বলিউডের এই লাভ বার্ডস।

  • 5/9

যদিও কিয়ারা এবং সিদ্ধার্থ সর্বসম্মুখে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করেননি। কিন্তু দুজনকে প্রায় একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। তবে ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায় তাঁদের সম্পর্কের কথা। 
 

  • 6/9

কপিল শর্মার কমেডি শো-তে উপস্থিত হয়ে কিয়ারা জানিয়েছিলেন, বিয়ে না করা পর্যন্ত তিনি তাঁর ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনবেন না। সিদ্ধার্থও এবিষয়ে একেবারে 'স্পিকটি নট' এখনও।  

  • 7/9

সম্প্রতি অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়াতে সকলের জন্য কোভিডের দ্বিতীয় ঢেউ নিয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা দিয়েছেন। 

Advertisement
  • 8/9

তবে তিনি যেই ছবি বা ভিডিয়ো পোস্ট করেন, তাতে মুহূর্তেই 'রিঅ্যাকশন' ছাড়ায় লক্ষাধিক। যেমনটা হয়েছে তাঁর লাস্যময়ী বিকিনি ছবিটিতে। 

  • 9/9

এই মুহূর্তে অনেকগুলি প্রোজেক্ট আছে তাঁর হাতে। যার মধ্যে রয়েছে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে 'শেরশাহ', কার্তিক আরিয়ানের সঙ্গে 'ভুল ভুলাইয়া ২' এবং বরুণ ধাওয়ানের সঙ্গে 'যুগ যুগ জিয়ো'। 

Advertisement