scorecardresearch
 
Advertisement
টেলিভিশন

Indian Idol 12: TRP-র জন্য প্রতিযোগীদের মিথ্যে প্রশংসা করতে হয়, বিস্ফোরক সুনিধি

সুনি
  • 1/8

গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল নিয়ে বিবাদ ক্রমশ সুর চড়াচ্ছে। অমিত কুমার, অভিজিৎ সাওয়ান্ত, সোনু নিগমের পর এ বার সুনিধি চৌহান শো-এর ডার্টি পিকচার তুলে ধরলেন।

সুনি
  • 2/8

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুনিধি জানিয়েছেন, কেন তিনি ইন্ডিয়ান আইডলের বিচারক পদ ছেড়েছেন।

সুনি
  • 3/8

সাক্ষাৎকারে সুনিধি জানান, শো-এর নির্মাতারা যেটা চাইতেন তাঁর পক্ষে করা সম্ভব ছিল না। নির্মাতা চাইতেন যাতে সুনিধি নিজের বিচারধারা প্রয়োগ না করে প্রতিযোগীর প্রশংসা করে যান।

Advertisement
সুনিধি
  • 4/8

সুনিধি ইন্ডিয়ান আইডলের পঞ্চম এবং ষষ্ঠ সিজন বিচারকের আসনে বসেছিলেন। যখন সুনিধিকে জিজ্ঞাসা করা হয়েছে, কেন শো এত অনাবশ্যক ভাবে লম্বা করা হচ্ছে, সুনিধি তাতে বলেন, এ সব দর্শকদের মনোযোগ আকর্ষণ করার জন্য হয়।

সুনি
  • 5/8

এতে প্রতিযোগীদের কোনও দোষ নেই। সুনিধি আরও বলেন, প্রতিযোগীরা শুধুমাত্র নিজেদের প্রশংসাই শুনতে অভ্যস্ত হয়ে পড়েন। তাঁরা খআনিক বিব্রতও হয়ে যান। এতে আসল প্রতিভাবানরা বঞ্চিত হন।

সুনি
  • 6/8

রিয়েলিটি শো নিয়ে সুনিধি বলেন, অেকের কাছে সঙ্গীতে নাম করার রাস্তা খুলে দিয়েছে এটা। কিন্তু এতে শিল্পীর ক্ষতিও হচ্ছে। টিভিতে নিজের কাহিনি দেখিয়ে বিখ্যাত হওয়ার পর সঙ্গীতে কিছু করার তাগিদটাই নষ্ট হয়ে যাচ্ছে।

সুনি
  • 7/8

সুনিধি আরও বলেন, কিছু মানুষ পরিশ্রম নিশ্চয়ই করেন। কিন্তু রাতারাতি বিখ্যাত হওয়াটা তাঁদের মাথায় চড়ে বসে। এখানে দ্রুত অনেক কিছু পাওযার হাতছানি থাকে। এথে প্রতিযোগীদের কোনও দোষ নেই। এই খেলার নাম টি আর পি।

Advertisement
সুনি
  • 8/8

সুনিধি আরও জানান, প্রতিযোগীদের পারফর্ম্যান্স টেলিকাস্ট হওয়ার আগে ঠিক করে দেওয়া হয়। কখনও রেকর্ডেড গান শোনানো হয়।

Advertisement