scorecardresearch
 
Advertisement
বলিউড

PHOTOS: কালো বিকিনিতে HOT ফটোশ্যুট ঝুমা বৌদির!

Monalisa
  • 1/8

বরাবরই নতুন ছবি উপহার দিয়ে ভক্তদের মাতিয়ে রাখেন সকলের প্রিয় ও আদরের ঝুমা বৌদি ওরফে মোনালিসা। হাজারো বুকে ঝড় তোলেন তিনি।  তার গ্ল্যামারাস ছবিতে  সোশ্যাল মিডিয়ায় উত্তাপ বাড়ে । সম্প্রতি তিনি বিকিনি পরে একটি গ্ল্যামারাস ছবি শেয়ার করেছেন। কালো বিকিনিতে মনালিয়ার সেই গ্ল্যামারাস ছবি এখন ভাইরাল  সোশ্যাল মিডিয়ায়। এই ছবির পাশাপাশি, মোনালিসা একটি মজাদার ক্যাপশনও দিয়েছেন যা এই শীতের মৌসুমে পারফেক্ট। 

Monalisa
  • 2/8

এই ছবিতে, মোনালিসাকে বাথটাবে শুয়ে রোদ পোহাতে দেখা গেছে। কালো বিকিনির সঙ্গে  তাঁর শরীরের সঙ্গে লেপ্টে রয়েছে লাল ফুলের প্রিন্টেড শ্রাগ। চোখে রোদ চশমা পরে  সূর্যের আলো উপভোগ করতে দেখা যাচ্ছে সুন্দরীকে। ছবির ক্যাপশনিটও যথার্থ। তিনি লিখেছিলেন- 'প্রতিটি শীতের বসন্ত আছে'।
 

Monalisa
  • 3/8

তিনি প্রায়শই বিকিনি পরে নিজের ছবি শেয়ার করে থাকেন। তাঁর ভক্তরাও এই রূপে   'ঝুমা বৌদি'কে পছন্দ করেন। 
 

Advertisement
Monalisa
  • 4/8


মোনালিসা তাঁর চেহারা ও স্টাইলের কারণে সবসময়ই চর্চার বিষয়ে থেকেছেন। তিনি নজর ২ এবং নমক ইশক সিরিয়ালের  সেট থেকেও প্রায়শই ছবি শেয়ার করেন ভক্তদের জন্য। তাঁকে ট্র্যাডিশনাল অবতারেও মানায় বেশ।

Monalisa
  • 5/8

হইচইয়ের ওয়েব সিরিজ দুপুর ঠাকুরপো-সিজন টু-তে দেখা মিলেছিল মোনালিসাকে। ঝুমা বৌদির ভূমিকায় বাঙালি দর্শক মনে হইচই ফেলেছিলেন মোনালিসা। বাংলার পাশাপাশি হিন্দি, তেলুগু, ওড়িয়া ছবিতেও তিনি মুখ দেখিয়েছেন।

Monalisa
  • 6/8

 ভোজপুরি ইন্ডাস্ট্রিতে যথেষ্ট সুনাম অর্জন করে অভিনেত্রীর বর্তমান লক্ষ্য অবশ্য বলিউড। মাঝে দুটি ধারাবাহিকে অভিনয় করে বি-টাউনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন বাংলার মেয়ে অন্তরা বিশ্বাস। যদিও দর্শকমহলে মোনালিসা নামেই তিনি অধিক পরিচিত।

Monalisa
  • 7/8

তার হট অ্যাটিটিউড সবসময়ই উষ্ণতা বাড়িয়ে দেয় নেটদুনিয়ায়। ছবি দেখে কুপোকাত নেটিজেনদের একাংশ। য়েস্টার্ন লুক বা এথনিক লুক বৌদির অনুরাগীরা  ক্লিন বোল্ড হন তার প্রতিটি লুকেই।
 

Advertisement
Monalisa
  • 8/8


 সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়িং বাড়ছে দিন দিন। আর হবে নাই বা কেন। প্রায়দিনই নিজের নানা হট ছবি ও ভিডিও তিনি শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। সেইসব ছবি যুবকদের মনে ঝড় তুলতে বাধ্য। আপাতত স্বামী বিক্রান্তের সঙ্গে মুম্বাইতে রয়েছেন অভিনেত্রী। প্রায়শই স্বামীকে তার বিভিন্ন ভিডিওতে প্রকাশ্যে আনেন মোনালিসা।

Advertisement