scorecardresearch
 
Advertisement
বলিউড

নতুন বছরে ফিরছেন ইরফান, মুক্তি পাচ্ছে শেষ ছবি 'The Song Of Scorpions'

ইরফান খান
  • 1/9

চলতি বছরের ২৯ এপ্রিল না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বলিউড অভিনেতা ইরফান খান। তিনি তরতাজা রয়েছেন অসংখ্য গুণমুগ্ধদের মনে। ইরফানের মৃত্যু মেনে নিতে পারেন না এখনও অনেক ভারতীয় দর্শক।

ইরফান খান
  • 2/9

শরীরে বাসা বেঁধেছিল নিউরো এন্ডোক্রিন টিউমার। ক্যান্সারে এর মতো এই মারণ রোগের চিকিৎসার জন্যে দীর্ঘদিন বিদেশেও ছিলেন তিনি। ২০১৮ সালের মার্চ মাস নাগাদ অভিনয় থেকে সামান্য বিরতি নিয়েছিলেন চিকিৎসার জন্যেই।

ইরফান খান
  • 3/9

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ইরফান মুম্বই ফিরিছিলেন ঠিকই। কিন্তু শেষ রক্ষা হয়নি। সিনেমাপ্রেমীরা হারিয়েছে ভারতীয় চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে। ( ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম)

Advertisement
ইরফান খান
  • 4/9

তবুও তিনি বেঁচে রয়েছেন তাঁর শিল্প কর্মের মধ্যে। ২০২১ সালে মুক্তি পেতে চলেছে ইরফান খান অভিনিত শেষ ছবি 'দ্য সং অফ স্করপিয়ন্স'। প্রকাশ্যে এসেছে তারই মোশন পোস্টার। ( ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম)

 

ইরফান খান
  • 5/9

অনুপ সিং পরিচালিত এই ছবির রাজস্থানের প্রেক্ষাপটে এক 'স্করপিয়ন' সঙ্গীশিল্পীকে শ্রদ্ধা জানিয়েই গল্প তৈরি হয়েছে। ( ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম)

ইরফান খান,গোলশিফতে ফারহানি
  • 6/9

ছবিতে ইরফান ছাড়াও রয়েছেন ইরানি অভিনেত্রী গোলশিফতে ফারহানি, ওয়াহিদা রহমান। এছাড়াও রয়েছেন শশাঙ্ক অরোরা, তিলোত্তমা সোম, সারা অর্জুন, শেফালী ভূষণ ও অন্যান্যরা। ( ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম)

ইরফান খান
  • 7/9

২০১৫ সালেই এই ছবির শ্যুটিং শেষ করেছিলেন ইরফান। কিন্তু বড় পর্দায় ছবিটি আর দেখা হল না তাঁর। ( ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম)

Advertisement
ইরফান খান
  • 8/9

 সুইজারল্যান্ডের লুকার্নো চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যে হয়েছে এই ছবির প্রিমিয়ার। প্যানোরমা স্পটলাইট ও ৭০ এমএম টকিজের পক্ষ থেকে এই ছবির নিবেদনের দায়িত্ব নেওয়া হয়েছে ইতিমধ্যে। ( ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম)

ইরফান খান, তিলোত্তমা সোম
  • 9/9

এর আগে অনুপ সিংয়ের পরিচালনায় 'কিসসা' ছবিতে ইরফানের সঙ্গে কাজ করেছিলেন তিলোত্তমা।নিজের সোশ্যাল অ্যাকাউন্টে সেই ছবি শেয়ার করে ইমরানকে গুরু বলে আখ্যা দিয়ে স্মৃতিচারণ করেছেন অভিনেত্রী। ( ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম)

 

Advertisement