২৭ জানুয়ারি মৌনী রায়ের জীবনে একটি স্মরণীয় তারিখ হয়ে উঠেছে। দীর্ঘ প্রতীক্ষার পর গাঁটছড়া বাঁধলেন মৌনী ও সুরজ নাম্বিয়ার।
মৌনী রায় এবং সুরজ নাম্বিয়ার দুই রীতি মেনে বিয়ে করেছেন। সুরজ একজন দক্ষিণ ভারতীয়। সেই কারণেই প্রথমে দক্ষিণ ভারতীয় সংস্কৃতির কথা মাথায় রেখে বিয়ে করেছিলেন দুজনেই। এরপর মৌনী ও সুরজ বাঙালি রীতিতেও বিয়ে করেন।
বাঙালির বিয়ের অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামনে এসেছে। বাঙালি বধূ মৌনীকে লাল লেহেঙ্গায় খুব সুন্দর লাগছে। কনের খুশি তার মুখে ফুটে উঠেছে।
গয়না, টিকলি থেকে মেহেন্দি বধূবেশে মৌনীর সাজ ছিল একেবারে পারফেক্ট। বাঙালি রীতি মেনে সুরজ-কে মৌনীরসিথিতে সিঁদুর দান করতে দেখা যায়। এই ছবি এখন সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হচ্ছে।
আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন তবে মৌনীর ওড়নায় লেখা আয়ুষ্মান ভবঃ দেখতে পাবেন। মৌনী একজন শিবভক্ত এবং ওড়নায় লেখা এই বার্তাটি প্রমাণ করে তিনি যেখানেই থাকুন না কেন তার শিকড়কে ভুলবেন না।
পরিবারের কিছু সদস্য এবং হাতে গোনা কয়েকজন বন্ধুর উপস্থিতিতে মৌনী এবং সুরজ সাত পাকে বাঁধা পড়েন। মৌনীর বিশেষ বন্ধু মীত ব্রাদার্স-এর মনমীত সিং ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে মৌনীর বিয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
মৌনীর বিয়ের ছবি দেখার পর, সবাই তার নতুন যাত্রার জন্য খুব খুশি এবং উত্তেজিত। নতুন যাত্রায় অভিনন্দন জানাচ্ছেন তার ভক্তরা।