দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সুরজ নাম্বিয়ারের (Suraj Nambiar) সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী মৌনি রায় (Mouni Roy)। আজ, ২৭ জানুয়ারি পরিণতি পেল মৌনি- সুরজের প্রেম। সোস্যল মিডিয়া ইতিমধ্যে ছেয়ে গেছে নবদম্পতির ছবিতে।
বিয়েতে দক্ষিণ ভারতীয় ব্রাইডাল লুকে সেজেছিলেন মৌনি। ব্রাইডাল লাল পার সাদা শাড়ির সঙ্গে 'ব্রাইড' মৌনি পরেছেন মানানসই গয়না। চুলের খোঁপার নীচে বেণীতে লাগানো রয়েছে ফুলের মালা। মৌনি ও সুরজের বিয়ের ছবি দেখে বিস্মিত ফ্যানেরা।
মৌনির স্বামী সুরজের পরনে রয়েছে সোনালি কুর্তা এবং সঙ্গে সাদা রঙা ধুতি। একে অপরের যেন পরিপূরক মৌনি ও সুরজ। এমনকী ছবিতেও স্পষ্ট তাঁরা কতটা খুশি জীবনের নতুন অধ্যায় শুরু করে।
মৌনি নিজে বাঙালি হলেও তার স্বামী সুরজ দক্ষিণ ভারতীয়। সুরাজের সংস্কৃতিকে সম্মান জানিয়ে তাই দক্ষিণ ভারতীয় রীতিনীতি মেনেই বিয়ে করেছেন মৌনি।
মালাবদল, সিঁদুরদান, মঙ্গলসূত্র পরানো সবই হয়েছে নিয়ম মেনেই। আর বিয়ের পর নিজেদের সোশ্যাল পেজেও তা শেয়ার করেছেন নবদম্পতি।
ডেস্টিনেশনের ওয়েডিংয়ের জন্য গোয়াকে বেছে নিয়েছেন মৌনি-সুরজ। বিয়ের জন্য একটি পাঁচ তারা রিসর্ট বুক করা হয়েছিল। শোনা যাচ্ছে, সকল অতিথিকে তাঁদের টিকাদানের সার্টিফিকেট সঙ্গে রাখতে বলা হয়েছিল।
বিয়ের আগে সঙ্গীত, মেহেন্দি অনুষ্ঠানও হয়েছে দারুণ ভাবে। সেখানে উপস্থিত ছিলেন বর-কনের পরিবার ও কাছের বন্ধুরা।
কোচবিহারের মেয়ে মৌনী। এই বছরই মৌনীর মা, তাঁর কাছের বন্ধু মন্দিরা বেদীর বাড়িতে সুরজ নাম্বিয়ারের বাবা -মায়ের সঙ্গে দেখা করেছিলেন। পশ্চিমবঙ্গ থেকেও তাই গেছে বিয়ের কিছু মিষ্টি।
সুরজ, দুবাইয়ের একজন ব্যাঙ্ককর্মী এবং ব্যবসায়ী। বেঙ্গালুরুর এক জৈন পরিবারের সদস্য তিনি। যখন গোটা দেশে কোভিড ১৯-র লকডাউন চলছিল তখন মৌনী তাঁর পরিবারের সঙ্গে দুবাইতে ছিলেন। অভিনেত্রী দুবাইতেই তাঁর পরিবার ও সুরজের সঙ্গে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন।
সুরজ ও তাঁর পরিবারের সঙ্গে মৌনির দুর্দান্ত সম্পর্ক ছিল এবং এটিই তাঁর বিয়ের সিদ্ধান্ত নেওয়ার একটি কারণ। গত বছরে মৌনীর শেয়ার করা একটি ভিডিয়োতে, সুরজের বাবা-মাকে "মা" এবং "বাবা" বলে ডাকতে দেখা যায় অভিনেত্রীকে। তারপর থেকেই ধীরে ধীরে শোনা যায় তাঁদের বিয়ের কথা।
একতা কাপুরের 'কিউকি সাস ভি কভি বহু থি' দিয়ে টেলিভিশনে জগতে পা রেখেছিলেন মৌনী রায়। তিনি 'কস্তুরি', 'দো সহেলিয়া', 'দেভো কা দেব মহাদেব', 'জুনুন অ্যায়সি নফরত তো ক্যায়সা ইশক' প্রমুখ টেলিভিশন সিরিয়ালেও অভিনয় করেছেন। তবে এর মধ্যে নাগিন চরিত্রে তাঁর অভিনয়ের জন্যে সবচেয়ে বেশি পরিচিত। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'গোল্ড'-এ মৌনি অক্ষয় কুমারের বিপরীতে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। এছাড়াও 'রোমিও আকবর ওয়াল্টার' এবং 'মেড ইন চায়না' হল তাঁর কয়েকটি চলচ্চিত্র। গত বছর সেপ্টেম্বরে জি ফাইফে মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি 'লন্ডন কনফিডেনশিয়াল'। তাঁর পরবর্তী চলচ্চিত্র 'ব্রহ্মাস্ত্র' মুক্তির অপেক্ষায়। এটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। ছবিটিতে রণবীর কাপুর, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চন এবং ডিম্পল কাপাডিয়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।